শনিবাসরীয় যুদ্ধে প্রস্তুত মেন্ডিহীন ইস্টবেঙ্গল
Last Updated:
নামটা ইস্টবেঙ্গল। এটাই যেন যথেষ্ট। মেন্ডিহীন লালহলুদ ব্যাকফুটে থাকলেও, সবসময় ভয়ঙ্কর। আর এটাই আরও একবার প্রমাণ করতে তৈরি বিশ্বজিৎ ভট্টাচার্য। তৈরি র্যান্টিও। কলকাতা লিগই আত্মবিশ্বাস ফেরাচ্ছে ডং-এর।
#কলকাতা: নামটা ইস্টবেঙ্গল। এটাই যেন যথেষ্ট। মেন্ডিহীন লালহলুদ ব্যাকফুটে থাকলেও, সবসময় ভয়ঙ্কর। আর এটাই আরও একবার প্রমাণ করতে তৈরি বিশ্বজিৎ ভট্টাচার্য। তৈরি র্যান্টিও। কলকাতা লিগই আত্মবিশ্বাস ফেরাচ্ছে ডং-এর।
কলকাতা লিগের নায়ক। এবার ডার্বির আগে থেকেই যেন সব মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখতে চান ডং। কোরিয়ান এই ফুটবলারকে দলে রেখে যতটা স্বস্তি, ততটাই অস্বস্তি বিশ্বজিৎ ভট্টাচার্যের।চোট পুরোপুরি সারেনি। প্রথম দু-ম্যাচে ফর্মে নেই। ইঞ্জিন সচল করতে পেপটকও দিয়েছেন বিশ্বজিৎ। ডং তাতেও যেন নড়বড়ে। কোরিয়ানের ভাবগতিক দেখে বোঝার উপায় নেই।তবু মনে মনে তাঁকে তাতিয়ে দিচ্ছে কলকাতা লিগের উচ্ছ্বাস।তিনি পারবেন, এই বিশ্বাস নিয়েই দল সাজিয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্যও। খবর এসেছে, শত চেষ্টার পরও মেন্ডি আসতে পারছেন না এখনই কলকাতায়। তা নিয়ে বিপাকে পড়তে হয়নি বিশ্বজিৎকে।দল আগে থেকেই যেন তৈরি করে রেখেছিলেন।তবু মাঝমাঠ জুড়ে ধোঁয়াশা। গোলকিপারে থাকছেন রেহনেশ। ডিফেন্সে অর্ণব-বেলো রজ্জাকের সঙ্গে দু প্রান্তে রাহুল বেকে ও রর্বাট। ডিফেন্সিভ ব্লকার হিসেবে মেহতাব বা খাবরা। উইংয়ে অবিনাশ রুইদাস ও বিকাশ জাইরু। অন্যজন রফিক বা খাবরা। উইথড্রল ফরোয়ার্ডে ডং। তার সামনে আক্রমণের মূল দায়িত্বে র্যান্টি মার্টিন্স।সেটপিস মুভমেন্ট থেকে ঘরোয়া টিম মিটিং। নিঃশব্দেই যেন তৈরি হচ্ছে মশাল জ্বালানোর বারুদ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2016 5:19 PM IST