East Bengal: ইস্টবেঙ্গলের ভিভিআইপি লাউঞ্জ তৈরি হওয়ার পথে! আধুনিকতায় বাকিদের টেক্কা লাল হলুদের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: কলকাতা ময়দানে আধুনিকতার ব্যাপারে ইস্টবেঙ্গল আগে থেকেই এগিয়ে। জিম থেকে পরিকাঠামো অনেক ক্ষেত্রেই লাল হলুদ বাকিদের পথ দেখিয়েছে। ক্রাউড ফান্ডিং নিয়ে তারা একটা পদক্ষেপ নিয়েছে। এটাও যুগান্তকারী হবে কিনা বলবে সময়। এখনও পর্যন্ত মোটামুটি সারা পাওয়া যাচ্ছে। এর মধ্যেই আধুনিকতার ব্যাপারে আরও এগিয়ে গেল লাল হলুদ। আগামী তিন সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে ইস্টবেঙ্গলের ভিভিআইপি লাউঞ্জ।
এরকম প্রচেষ্টা ভারতীয় ফুটবলে এই প্রথম। বুধবার ক্লাব তাঁবুতে সভার পর সংশ্লিষ্ট লাউঞ্জের নাম ঘোষণা করা হবে। সদস্য গ্যালারির উপরে যাওয়ার জন্য থাকছে লিফটের ব্যবস্থা। লাউঞ্জে বসে খেলা দেখতে পারবেন প্রায় ৫০-৬০ জন। থাকছে স্ন্যাক্সের ব্যবস্থাও। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও এখানে দেখা যাবে ক্লাবের প্রাক্তন ফুটবলারও কর্তাদেরও।
আরও পড়ুন – ফুটবলে আজ রাতে ভারত বনাম পাকিস্তান! বড় ব্যবধানে জিততে চান সুনীলরা
অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত এই লাউঞ্জে থাকবে একাধিক বিশালাকার টিভি। নিজেদের ক্লাবকে ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। পাশাপাশি মাঠে যাতে পারফরম্যান্স আরও বেশি উন্নত হয় সেই চেষ্টাও করা হচ্ছে। এইসব ভিআইপি লাউঞ্জ তৈরি হয়ে গেলে ক্লাবের রোজকারের রাস্তা বেড়ে যাবে আগের থেকে।
advertisement
advertisement
Here´s Ajkal on the AC VVIP Lounge at East Bengal stadium. It should be available for use during the CFL.
Club management is working hard to ensure that it can used from the 1st match of CFL.Its an excellent work by EB management – an example to follow for all ISL Franchises. pic.twitter.com/5xh5dXLpnY
— EAST BENGAL News Analysis (@QEBNA) June 21, 2023
advertisement
কারণ আধুনিক সমর্থকরা এমনটাই পছন্দ করেন। বিদেশেও পৃথিবীর বড় বড় খ্যাতিসম্পন্ন ক্লাবগুলো এভাবেই সমর্থকদের বিনোদনের ব্যবস্থা রাখে। পাশাপাশি ইস্টবেঙ্গল বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার দলে নিয়েছে এবার। তারাই লাল হলুদের ভাগ্য বদলাতে পারবে কিনা উত্তর দেবে সময়। তবে এই লাউঞ্জ ভাবনা স্বাগত জানানোর মতো সেটা বলতেই হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 1:27 PM IST