East Bengal: ইস্টবেঙ্গলের সামনে সেমিফাইনালে নর্থ ইস্ট! স্বপ্নের সওদাগর কোচ কার্লোসের চোখ ফাইনালে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
দলের গভীরতা এবং অভিজ্ঞতায় এগিয়ে ইস্টবেঙ্গল। তাই নর্থইস্টকে হারিয়ে দিতে পারলেই লাল হলুদের সামনে চলে আসবে ডুরান্ড ফাইনালে খেলার ছাড়পত্র
কলকাতা: ডুরান্ড কাপ সেমি ফাইনালে ইস্টবেঙ্গল। গোকুলামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে লাল-হলুদ। ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এর থেকে ভাল খবর আর কি হতে পারে? যে দলটা গত চারটে বছর ধরে শুধু ব্যর্থতা ছাড়া আর কিছু দিতে পারেনি, এবার যেন সেই দলটাকেই অন্যরকম মনে হচ্ছে। আর এবার ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর পেছনে প্রথম এবং প্রধান কারণ কোচ কার্লোস কুয়াড্রত এবং তার অসাধারণ ম্যাচ রিডিং এবং গেম প্ল্যানিং দক্ষতা।
দুর্ধর্ষ কিছু দল নয় এই ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলে কাঁপিয়ে দেওয়া বিদেশি অথবা ক্রিম ভারতীয় ফুটবলার নেই দলে। আছে কিছু লড়াকু এবং মধ্যমানের ফুটবলার। আর এদের নিয়েই একটা টিম তৈরি করার পথে কার্লোস। ফুটবল টিম গেম। এই খেলায় তারাই বাজিমাত করে যাদের ক্ষমতার চেয়ে বেশি ইচ্ছে শক্তি, যোগ্যতার চেয়ে বেশি লড়াইয়ের জেদ। এই দলটার সেটা আছে। এটাই চেয়েছিলেন কোচ।
advertisement
advertisement
advertisement
সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ২৯ তারিখ সেমিফাইনাল। ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে নর্থ ইস্ট নিজেদের জায়গা আগেই নিশ্চিত করে নিয়েছিল সেমিফাইনালে। তাদের দলেও বড় নাম নেই। কয়েকজন লড়াকু পাহাড়ি ছেলে এবং সঙ্গে তিনজন বিদেশি। এরমধ্যে ফ্রান্সের ফিলিপ অটু বেশ ভাল। নেস্টর রজার বুদ্ধিমান ফুটবলার।
পাশাপাশি ফাল্গুনী, রিদিম, মানবীর, জিতিনরা প্রচন্ড দৌড়তে পারেন। ইস্টবেঙ্গল কোচ জানেন নর্থইস্ট দলটা শারীরিকভাবে প্রচণ্ড ফিট। তাদের বল ধরে খেলতে দিলে ইস্টবেঙ্গলের চাপ আছে। তাই আজ রাতটা সেলিব্রেট করতে চান লাল হলুদ কোচ।
advertisement
শনিবার হয়তো বিশ্রাম দেবেন। সেমিফাইনালের প্রস্তুতি চলবে রবি এবং সোমবার। ইস্টবেঙ্গলের কোচ জানেন দলের গভীরতা এবং অভিজ্ঞতায় এগিয়ে ইস্টবেঙ্গল। তাই নর্থইস্টকে হারিয়ে দিতে পারলেই লাল হলুদের সামনে চলে আসবে ডুরান্ড ফাইনালে খেলার ছাড়পত্র। এটাই এখন দলের ফুটবলারদের মোটিভেশন হিসেবে দেখাতে চান কিং কার্লোস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2023 9:20 PM IST