East Bengal vs Mohun Bagan: এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে... ডুরান্ড কাপ জিতে জানালেন মোহনবাগানের কোচ

Last Updated:

East Bengal FC vs Mohun Bagan SG Durand Cup Final: দশ জনে হয়ে যাওয়ার পরেও ডার্বির মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের জন্য সব কৃতিত্ব দলের ফুটবলারদেরই দিয়েছেন মোহনবাগানের কোচ ফেরান্দো ৷ 

এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে... ডুরান্ড কাপ জিতে জানালেন মোহনবাগানের কোচ (Photo Courtesy: Mohun Bagan Super Giants)
এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে... ডুরান্ড কাপ জিতে জানালেন মোহনবাগানের কোচ (Photo Courtesy: Mohun Bagan Super Giants)
কলকাতা: মরশুমের প্রথম ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। কিন্তু শেষরক্ষা হল না ৷ রবিবার ডুরান্ড কাপের ফাইনালে দিমিত্রির একমাত্র গোলে জয় মোহনবাগানের ৷ ম্যাচে ভাল খেললেও ইস্টবেঙ্গল রক্ষণের ওই একমাত্র ভুলেই ফের একটা ট্রফি হাতছাড়া হল লাল-হলুদের ৷ দশ জনের বাগানই হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে ৷ তবে ডুরান্ড জিতলেও আত্মতৃপ্ত হতে নারাজ মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো ৷ কাপ জয়ের সেলিব্রেশনের পাশাপাশি পরবর্তী লক্ষ্য নিয়ে দ্রুত কাজে নেমে পড়তে চান তিনি ৷
এই মরশুমের আগে ৮টি বড় ম্যাচই জিতেছিল মোহনবাগান। আন্ডারডগ তকমাই যেন অ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গলের। মরশুমের প্রথম ডার্বি জিতলেও ফাইনালে স্নায়ুর চাপ ধরে রাখতে ব্যর্থ ইস্টবেঙ্গল।ডার্বির একমাত্র গোল যাঁর পা থেকে এসেছে, সেই দিমিত্রি পেত্রাতোস বলেন, “গোলের পর তখন এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে কী করছি নিজেই জানতাম না। মনে হয়েছিল নিজের দলের সমর্থকদের সঙ্গে এই সেলিব্রেশন করা দরকার। তাই ওদের দিকেই ছুটে গিয়েছি।”
advertisement
advertisement
দশ জনে হয়ে যাওয়ার পরেও ডার্বির মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের সব কৃতিত্ব দলের ফুটবলারদেরই দিয়েছেন মোহনবাগানের কোচ ফেরান্দো ৷
জুয়ান ফেরান্দো জুয়ান ফেরান্দো
advertisement
এই ডার্বি জয়টাই কি মোহনবাগানের কোচ হিসাবে সেরা? এই প্রশ্নের উত্তরে ফেরান্দো জানান, “গোটা টুর্নামেন্টটাই অনেক কঠিন দলের বিরুদ্ধে খেলেছি আমরা। মুম্বই সিটি, এফসি গোয়া, ইস্টবেঙ্গল— কোনও দলের বিরুদ্ধেই জেতাটা সহজ হয়নি। আমাদের বার বার কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। তবে ফুটবলাররা চাপের মুখে নিজেদের সেরাটা দিয়েছে। এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে।”
advertisement
ডার্বি এবং ডুরান্ড কাপ জিতেও মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দোর মধ্যে কিন্তু তেমন হেলদোল নেই। ফুটবলার রেজিস্ট্রেশন নিয়ে অভিযোগের জবাব দিতে গিয়ে অবশ্য এদিন একটু বিরক্ত দেখিয়েছে তাঁকে। কলকাতা লিগে প্রথম দল খেলাবেন কী না, তা নিয়ে মোহনবাগান কোচ জানান, তিনি এএফসি কাপ এবং কলকাতা লিগের সূচি দেখেই সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ৷
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal vs Mohun Bagan: এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে... ডুরান্ড কাপ জিতে জানালেন মোহনবাগানের কোচ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement