Car Break Fail: আচমকা গাড়ির ব্রেক ফেল হলে সামনে যেন মৃত্যু হাতছানি দিয়ে যায়! তবে মাথা ঠান্ডা রেখে এই উপায় অবলম্বন করলে এড়ানো যাবে ঘোর বিপদ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Car break Fail: মাথাটা একটু ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করলেই দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাহলে আজ জেনে নেওয়া যাক ব্রেক ফেল করলে দুর্ঘটনা এড়ানোর উপায়।
গাড়ি চালানোর সময় কখনও কখনও এমন কোনও ত্রুটি ঘটে যায়, যা প্রাণহানির কারণ পর্যন্ত হয়ে উঠতে পারে। আসলে গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর পরে দেখা যায়, গাড়ির খুচরো যন্ত্রাংশ খারাপ হয়ে গিয়েছে। কারণ গাড়ির যন্ত্রাংশে কখন ত্রুটি দেখা যাবে, তা কেউ বলে দিতে পারবে না। এমনকী কোথাও যাওয়ার সময় দেখা যায়, গাড়ির কোনও যন্ত্রাংশ আচমকাই কাজ করা বন্ধ করে দিল।
advertisement
আর এই ধরনের ত্রুটি অবহেলার কারণেও ঘটতে পারে। তো আবার নিজে থেকে বা স্বয়ংক্রিয় ভাবেও হয়ে যেতে পারে। যা গাড়ির আরোহীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এমনকী, পথচারীদের জন্যও তা প্রাণঘাতী হয়ে যেতে পারে। তাই সব সময় গাড়ির রক্ষণাবেক্ষণ করা উচিত। আজ গাড়ির এমন একটি ত্রুটির বিষয়ে আমরা কথা বলব। আর সেটা হল ব্রেক ফেল বা ব্রেক বিকল হয়ে যাওয়া। সকলেই জানেন যে, এটা কতটা বিপজ্জনক হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কীভাবে ব্রেক বিকল হয়? মূলত ব্রেক অয়েল লাইনে লিকেজ থাকলে কিংবা ব্রেক কেটে গেলে গাড়ির ব্রেক ফেল হয়। যদিও এই ঘটনা বেশ বিরল। তবে এটা হলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। আসলে ব্রেক ফেল করে গেলে ব্রেকে চাপ দিলেও তা কাজ করে না। আসলে অনেক সময় ব্রেক চাপার সময় অয়েল লাইনে লিকেজ থাকার কারণে তেল চুঁইয়ে ব্রেক বন্ধ হয়ে যায়। আবার কখনও কখনও ইঁদুর ব্রেক কেটে দিতে পারে। তাই গাড়িতে ওঠার আগে তা পরীক্ষা করে তবেই ওঠা উচিত।