East Bengal: ইস্টবেঙ্গলে দাদা ভাই জুটি! গিল ব্রাদার্সকে নিয়ে চমক লাল হলুদের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কোটি টাকা দিয়ে গোলকিপার কিনল ইস্টবেঙ্গল! সঙ্গে এল এক ডিফেন্ডার
কলকাতা: গত দুবারের থেকে এবার ইস্টবেঙ্গলের দল অনেক ভালো করা হচ্ছে তার প্রমাণ পাওয়া গিয়েছিল আগেই। সাধ্যের মধ্যে যথেষ্ট ভাল দল করার চেষ্টায় আছেন কর্তা এবং ইনভস্টর। ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ ইতিমধ্যেই বেশ ভাল হয়েছে। হায়দরাবাদ থেকে জেভিয়ার সিভেরিয়ো এবং বোরহা হেরেরাকে নেওয়া হয়েছে। সঙ্গে ক্লেটন সিলভা রয়েছেন। তবে ডিফেন্ডার ইভান গঞ্জালেসকে ছেড়ে দেওয়ার ভাবনাচিন্তা চলছে।
দীর্ঘ দিন ধরেই গোলকিপারের সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। অতীতে অরিন্দম ভট্টাচার্য, দেবজিৎ মণ্ডল, কমলজিৎ সিংহরা খেললেও কেউই ভরসা জোগাতে পারেননি। সহজ ভুলের খেসারত দিতে হয়েছে। প্রভসুখনকে পাওয়া গেলে রক্ষণের শেষ প্রহরীর ব্যাপারে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যাবে। ইস্টবেঙ্গলেই যোগ দিতে চলেছেন প্রভসুখন গিল। গোলকিপার নিয়ে লাল-হলুদের সমস্যা হয়তো মিটতে চলেছে।
আরও পড়ুন – ইডেনে হচ্ছে ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ! স্পষ্ট ভবিষ্যৎবাণী সৌরভের
প্রভসুখনই শুধু নয়, তাঁর ভাই গুরসিমরত সিংহ গিলও যোগ দিতে চলেছে ইস্টবেঙ্গলে। গুরসিমরত রক্ষণভাগে খেলেন। ফলে একই সঙ্গে দুই ফুটবলারকে পেয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। মুম্বই সিটির সঙ্গে গুরসিমরতের চুক্তি শেষ হয়েছে জুন মাসেই। ফলে তিনি ‘ফ্রি’ ফুটবলার। কিন্তু কেরল ব্লাস্টার্সের সঙ্গে এখনও চুক্তি রয়েছে প্রভসুখনের। জানা গিয়েছে, পঞ্জাবের এই গোলকিপারকে পাওয়ার জন্যে ১.২ কোটি টাকা ট্রান্সফার ফি দিতে চলেছে ইস্টবেঙ্গল।
advertisement
advertisement
East Bengal FC Signs Prabhsukhan Gill !!@debumay8 is blazing his gun well for @eastbengal_fc#EastBengal #EBRP #ISL #EastBengalFC #IndianFootball #JoyEastBengal ❤️💛 pic.twitter.com/7nRNYm5XBX
— EAST BENGAL the REAL POWER (EBRP)❤💛 (@EBRPFC) July 10, 2023
প্রাথমিক ভাবে দেড় কোটি টাকা চাওয়া হলেও কথাবার্তার মাধ্যমে টাকার অঙ্ক কমানো গিয়েছে। আর্থিক সমস্যার কারণেই প্রভসুখনকে ছেড়ে দিচ্ছে কেরল। স্পেনের কোচ কার্লোস কদিনের মধ্যেই হয়তো চলে আসবেন। তিনি এলে নির্দিষ্ট স্টাইলে অনুশীলন শুরু করবে লাল হলুদ। তার আগে বিনো জর্জ ট্রেনিং করাবেন এবং করাচ্ছেন ফুটবলারদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 6:09 PM IST