East Bengal: ডার্বি শেষে ফেরার পথে হামলার শিকার সমর্থকরা! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে ইস্টবেঙ্গল, আক্রান্তদের পাশে থাকারও আশ্বাস
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
East Bengal: ডুরান্ড ফাইনালে ডার্বি শেষে সমর্থকদের আক্রান্ত হওয়ার সকল অভিযোগকে একত্রিত করে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। একইসঙ্গে আক্রান্ত সমর্থকদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দেওয়ার হয় ক্লাবের তরফ থেকে।
কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। প্রতি ডার্বির মতই এবারও খেলা শেষে মাঠের বাইরে থেকে একাধিক অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসে। মহিলা ও শিশুরাও আক্রান্ত হয়েছে বলে অভিযোগ আসে। এবার সেই সকল অভিযোগকে একত্রিত করে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। একইসঙ্গে আক্রান্ত সমর্থকদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দেওয়ার হয় ক্লাবের তরফ থেকে।
সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে অভিযোগ জানানো হয়, ডার্বি শেষে ফেরার পথে বিভিন্ন ভাবে আক্রান্ত হয়েছেন ক্লাবের সমর্থকরা। কাঁদাপাড়া ও তার আশেপাশে অঞ্চলে মোহনবাগান সমর্থকরা হামলা করেন। ভিডিও ফুটেজও দেখানো হয় সাংবাদিক বৈঠকে। ক্লাবের তরফ থেকে এই ঘটনাকে বর্বরোচিত বলে আখ্যা দেওয়া হয়। প্রতিবাদ জানায় লাল-হলুদ কর্তারা। বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে ক্লাবের তরফে।
advertisement
advertisement
সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল ক্লাবের সহ-সচিব রূপক সাহা বলেন,”গতকাল ম্যাচ শেষে সমর্থকরা যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁদের উপরে ইট, লাঠি, রড় নিয়ে হামলা চালানো হয়। জোর করে ক্লাবের জার্সি খুলে ছিঁড়ে ফেলা হয়। ক্লাবের পতাকার অসম্মান করা হয়। ম্যাটাডোর থেকে লোহার রড দিয়ে মারধর করা হয় সমর্থকদের। ছোঁড়া হয় কাচের বোতল। মহিলা সমর্থকদেরও আক্রমণ করা হয়। ক্লাবের তরফ থেকে এই ঘটনার তীব্র ধিক্কার জানানো হচ্ছে।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এই বিষয়ে অভিযোগ জানানো হবে বলেও জানানো হয়েছে ইস্টবেঙ্গলের তরফে।
advertisement
আরও পড়ুনঃ Jasprit Bumrah: পুত্র সন্তানের বাবা হলেন জসপ্রীত বুমরাহ, ছেলের নামও জানিয়ে দিলেন তারকা পেসার
এর পাশাপাশি জানানো হয়েছে, এই ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তাদের সকলকে বুধবার ক্লাব তাবুতে আসার কথা বলা হয়েছে। তাদের যাবতীয় চিকিৎসার দায়ভার ক্লাবের তরফ থেকে বহন করা হবে বলে জানিয়েছে লাল-হলুদ কর্তারা। কিন্তু কত দিন ডার্বির পর এই ধরনের ঘটনা চলবে ও ইস্টবেঙ্গল সমর্থকদের আক্রান্ত হতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে ইস্টবেঙ্গল ক্লাব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 9:00 PM IST