East Bengal: 'ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘ', ২ গোলে পিছিয়ে ম্যাচ জয়! ডুরান্ড ফাইনালে লাল-হলুদ
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল! ডার্বির সম্ভাবনা টিকিয়ে রাখল লাল হলুদ
কলকাতা: ডুরান্ড কাপে অনবদ্য ছন্দে ছিল ইস্টবেঙ্গল। দীর্ঘদিন বাদে দলটাকে দেখে মনে হচ্ছিল লড়াই করার সব রকম মসলা আছে এবারের দলে। মঙ্গলবার নর্থইস্টকে হারিয়ে খেতাবি লড়াইয়ে ঢুকে পড়তে মরিয়া ছিল ইস্টবেঙ্গলের খাবরা-সিভেরিওরা। নিজেদের ছাপিয়ে যাওয়ার লড়াই ছিল লাল হলুদের সামনে। ইস্টবেঙ্গল জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন কুয়াদ্রাত। তাঁর হাত ধরেই ১৯ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছবার স্বপ্নে বিভোর ছিল মশালবাহিনী।
টুর্নামেন্টে আজকের আগে পর্যন্ত অপরাজিত ছিল নর্থইস্ট। কম্বিনেশনও বেশ ভাল। আত্মতুষ্টির কোনও জায়গা ছিল না। গত মরশুমে আইএসএলের লিগ টেবিলে সর্বনিম্ন স্থানে ছিল নর্থইস্ট। তবে চলতি মরশুমে তাঁরা ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল। স্প্যানিশ কোচ হুয়ান বেনালিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্থিব গোগোই, জিতিন এমএসের মতো ভারতীয় ফুটবলার দলের সম্পদ।
Emami East Bengal FC are into the finals of the #132ndEditionofIndianOilDurandCup after a tensed penalty shootout!#IndianOilDurandCupPoweredbyCoalIndia #DurandCup2023 #IndianFootball #IndianFootballForwardTogether #ManyChampionsOneLegacy #SemiFinals #NEUFCEEBFC pic.twitter.com/I0oPSkD64A
— Durand Cup (@thedurandcup) August 29, 2023
advertisement
advertisement
থাই লিগে খেলা বিদেশি মেলো ও আক্রমণাত্মক ফুটবলার রোমানও দারুণ ছন্দে ছিলেন। সবাইকে অবাক করে দিয়ে বাইশ মিনিটে এগিয়ে গেল নর্থ ইস্ট। বাঁদিক থেকে ফাল্গুনীর ক্রসে হেডে গোল করে গেলেন মিগুয়েল। ইস্টবেঙ্গলের ২ ডিফেন্ডার একেবারেই জায়গায় ছিলেন না। ৫৭ মিনিটে ব্যবধান বাড়াল হাইল্যান্ডর। এবার ফাল্গুনি একক প্রচেষ্টায় দেখার মত একটা গোল করলেন।
advertisement
বা পায়ের কোনাকুনি শট লাল হলুদ গোলরক্ষককে পরাস্ত করে জড়িয়ে গেল জালে। এরপর সিলভা, গুরসিমরতকে নিয়ে এলেন কার্লোস। ৭০ মিনিটের পর থেকে পরপর আক্রমণ করল ইস্টবেঙ্গল। ৭৬ মিনিটে একটা গোল তুলে নিল তারা। মহেশের শট দীনেশের পায়ে লেগে জড়িয়ে গেল জালে।
এরপরেও সাউল, নন্দ, সৌভিকরা লড়াই করছিলেন। সময় যাচ্ছিল আর সমর্থকদের রক্তচাপ বেড়ে যাচ্ছিল। এতদূর এসেও তবে কি খালি হাতে ফিরতে হবে? গ্যালারিতে উপস্থিত লাল হলুদ দর্শকদের মনে এই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিচ্ছিল। ৮ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল। দু মিনিট বাকি থাকতে লাল কার্ড দেখতে হল নর্থইস্ট ডিফেন্ডার মিগুয়েলকে। এক মিনিট আগে গোল শোধ করে দিল ইস্টবেঙ্গল। সিলভার তোলা বল হেডে জালে জড়িয়ে দিলেন নন্দকুমার। খেলা চলে গেল পেনাল্টি শুট আউটে।
advertisement
টাইব্রেকারে মিস করলেন নর্থইস্ট দলের পার্থিব। দুবার সুযোগ পেয়ে দু’বার হারালেন তিনি। নন্দকুমরের শট জালে জড়াতেই ১৯ বছর পর ডুরান্ড কাপ ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 8:29 PM IST