ঘটি-বাঙালের মর্যাদার লড়াই, ডুরান্ডের শেষ আটে ইস্ট-মোহনের মেগা ফাইট! দুই দলের সব আপডেট এক ক্লিকে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Durand Cup 2025 East Bengal vs Mohun Bagan: সুপার সানডে-তে সুপার-ডুপার ম্যাচ। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আরও একবার আবেগের ডার্বি, ঐতিহ্যের ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
সুপার সানডে-তে সুপার-ডুপার ম্যাচ। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আরও একবার আবেগের ডার্বি, ঐতিহ্যের ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ফাইনালের আগেই ‘মেগা ফাইনাল’ দেখার অপেক্ষায় ক্রীড়া প্রেমিরা। ‘ঘটি-বাঙাল’ লড়াই ঘিরে রবিবাসরীয গ্রীষ্মের উত্তাপ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। সাম্প্রতিক অতীতের ব্য়র্থতা ভুলে নতুন মরশুম নতুন আশায় বুক বেঁধেছে লাল-হলুদ সমর্থকরা। অপরদিকে, বিগত কয়েক বছরের ডার্বিতে আধিপত্য আরও একবার ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী সবুজ-মেরুণ ব্রিগেড।
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হচ্ছে পূর্ণ শক্তির দল নিয়ে, যেখানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি সম্মান ও গর্বের লড়াইও জমে উঠবে। চলতি মরশুমে এর আগে কলকাতা লিগে মুখোমুখি হলেও, সেই ম্যাচে দু’দলই যুব খেলোয়াড়দের খেলিয়েছিল। এবার মাঠে নামছে দুই দলের মূল একাদশ। ইতিহাস বলছে, ডুরান্ড কাপে মোট ২২ বার মুখোমুখি হয়েছে তারা — যেখানে ইস্ট বেঙ্গল জিতেছে ৯ বার, মোহনবাগান ৮ বার এবং ৫টি ম্যাচ ড্র হয়েছে। ২০২৩ সালের ফাইনালে মোহনবাগান ১-০ গোলে জয় পেয়েছিল।
advertisement
ইস্ট বেঙ্গল দলে এসেছে বড়সড় পরিবর্তন। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের নেতৃত্বে দলে যোগ দিয়েছেন হামিদ আহাদাদ, মিগুয়েল ফেরেইরা এবং বাসিম রশিদের মতো বিদেশি খেলোয়াড়। ভারতীয়দের দলে যুক্ত হয়েছেন বিপিন সিং, এডমান্ড লালরিনডিকা ও মার্তান্ড রায়না। দিমিত্রিয়োস দিয়ামানতাকোস ও সাউল ক্রেসপো আগের মতোই দলে রয়েছেন। যদিও পারিবারিক কারণে রশিদ ডার্বি খেলবেন না।
advertisement
advertisement
এফসি গোয়া থেকে আসা বাম দিকের উইং-ব্যাক জয় গুপ্তাও দলে যোগ দিয়েছেন, তবে ব্রুজো জানিয়েছেন, ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনা কম। ইস্টবেঙ্গল কোচ বলেছেন, “আমরা গত মে মাসে দল পুনর্গঠনের কাজ শুরু করেছি। গত মরশুমে আমরা সন্তুষ্ট ছিলাম না। এবার আমাদের লক্ষ্য আরও আধিপত্য বিস্তার করা এবং ভারতের সেরা ক্লাবগুলোর আরও কাছাকাছি পৌঁছানো।” তিনি আরও যোগ করেন, “আমরা নতুন যে খেলোয়াড়দের পেয়েছি, তারা গ্রুপ পর্বে দুর্দান্ত মানসিকতা দেখিয়েছে। তবে আগামীকালকের ম্যাচ একেবারে আলাদা। দেখা যাক আমরা ভারতীয় ফুটবলে বড় প্রভাব ফেলা সেই দলের কতটা কাছাকাছি।”
advertisement

অন্যদিকে, মোহনবাগানের মূল বিদেশি শক্তি — জেমি ম্যাকলারেন, জেসন কামিংস ও দিমিত্রি পেত্রাতোস। তবে চোটের কারণে দলের বাইরে রয়েছেন মনবীর সিং, কিয়ান নাসিরি এবং সুভাষিষ বোস। কোচ হোসে মোলিনা অবশ্য জানিয়েছেন, এখনও দল পুরোপুরি প্রস্তুত নয় কারণ এটি মরশুম শুরুর আগের পর্যায়।
advertisement
মোহনবাগান কোচ হোসে মোলিনা স্পষ্ট জানিয়ে দেন, “আমি জানি এটি একটি অফিসিয়াল টুর্নামেন্ট এবং সবাই এটি জিততে চায়। কিন্তু এটি একটি প্রি-সিজন ম্যাচ। তাই মোহনবাগানের সেরা রূপ দেখা যাবে না, যেমনটা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু সত্যিকারের সেরা পারফরম্যান্স এখনই সম্ভব নয় কারণ আমরা এখনও প্রস্তুতির পর্যায়ে আছি”।
advertisement
মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ ২০২৫ এর কোয়ার্টার ফাইনাল শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০ টায়। কলকাতা ডার্বি সনি টেন ২ এবং সনি টেন ২ এইচডি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ ২০২৫ এর কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে।
advertisement
দুই দলের এই ঐতিহাসিক লড়াই শুধু একটি ম্যাচ নয় — এটি আবেগ, ইতিহাস ও আত্মমর্যাদার সংঘর্ষ। রবিবার রাতে গ্যালারি থেকে শুরু করে গোটা শহর আবারও ডুবে যাবে ডার্বির উত্তেজনায়। মরশুমের প্রথম বড় ডার্বিতে শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 11:22 AM IST