এশিয়া কাপে ভারতের ওপেনিংয়ের লড়াইয়ে ৫ জন! চূড়ান্ত ২ বাছতে হিমশিম খাচ্ছে নির্বাচকরা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
These 5 Indian Cricketers In Race Team India Opening Spot For Asia Cup 2025: বর্তমানে ভারতের টি২০ দলে ওপেনিংয়ের জন্য ৫ জন শক্তিশালী দাবিদার রয়েছেন। চারজনই সম্প্রতি নিজেদের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সবশেষে, কেএল রাহুল আছেন একজন অভিজ্ঞ ও একাধিক ব্য়াটিং পজিশনে ব্যাট করার ক্ষমতা রয়েছে। ১ থেকে ৬—সব ব্যাটিং পজিশনে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। উইকেটকিপিং সামলানোর সক্ষমতা তাকে আরও কার্যকর করে তোলে। নির্বাচকদের জন্য এই চারজনের মধ্য থেকে সেরা দুজনকে বেছে নেওয়া সত্যিই কঠিন চ্যালেঞ্জ হবে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার সময়।