East Bengal vs Gokulam Kerala: ডুরান্ডের কোয়ার্টারে দুরন্ত শুরু ইস্টবেঙ্গলের, জর্ডন এলসির গোলে ১-০ লাল-হলুদ ব্রিগেড

Last Updated:

Durand Cup 2023 Quarter Final East Bengal vs Gokulam Kerala: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে দুরন্ত শুরু করল ইস্টবেঙ্গল। বৃষ্টি ভেজা যুবভারতীতে ম্যাচের শুরুতেই গোলের মুখ খুলে ফেলে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথম মিনিটেই জর্ডন এলসির গোলে লিড নেয় ইস্টবেঙ্গল।

কলকাতা: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে দুরন্ত শুরু করল ইস্টবেঙ্গল। বৃষ্টি ভেজা যুবভারতীতে ম্যাচের শুরুতেই গোলের মুখ খুলে ফেলে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথম মিনিটেই জর্ডন এলসির গোলে লিড নেয় ইস্টবেঙ্গল। রেফারির বাঁশিতে খেলা শুরুর ৩০ সেকেন্ডের মধ্যেই কর্ণার পায় কার্লেস কুয়াদ্রাতের দল। কর্ণার থেকে মহেশের ভাসানো বল জর্ডনের দিকে বাড়িয়ে দেন বোরহা। হেডে গোল করতে ভুল করেননি জর্ডন এলসি।
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: গিল (গোলকিপার), খাবরা (ক্যাপ্টেন), নুঙ্গা, এলসি, নিশু, সাউল, সৌভিক, বোরহা, মহেশ, নন্দকুমার, সিভেরিও।পরিবর্ত- কমলজিৎ, রাকিপ, মান্দার, গুরসিমরত, এডউইন, মোবাশির, গুরনাজ, পারদো, ক্লেটন, সুহের।
গোকুলামের প্রথম একাদশ: জোথানমাউইয়া (গোলকিপার), নিধিন, সালাম, বৌবা, বিকাশ, অ্যালেক্স (ক্যাপ্টেন), বসিত, অভিজিৎ, নিলি, কমরন, শিজিন।পরিবর্ত- বিশরজিৎ, অখিল, রাহুল, কেলভিন, রাহুল রাজু, শিল্টন, অর্জুন, নৌফল, নরহরি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal vs Gokulam Kerala: ডুরান্ডের কোয়ার্টারে দুরন্ত শুরু ইস্টবেঙ্গলের, জর্ডন এলসির গোলে ১-০ লাল-হলুদ ব্রিগেড
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement