DREAM 11-এ কেউ ১ কোটি ২০ লাখ টাকা জিতলে হাতে কত পাবেন? জেনে নিন

Last Updated:

Dream 11: আইপিএলের বাজারে অনেকেই কোটিপতি। জেনে নিন DREAM 11-এ এক কোটি জিতলে হাতে কত টাকা পাওয়া যায়!

মুম্বই: তরুণদের মধ্যে এখন অনলাইন গেম নিয়ে প্রচণ্ড উন্মাদনা। আইপিএলের মাঝে এখন অনেকের ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে এই গেম। আইপিএল-এর সময় অনেকেই কোটিপতি হচ্ছেন।
আরও একবার ক্রিকেট সংক্রান্ত অনলাইন গেম এক যুবকের ভাগ্য বদলে দিল। এক কৃষকের ছেলে সাগর যাদব অনলাইন গেম 'ড্রিম ইলেভেন'-এ একটি দল তৈরি করে কয়েক ঘণ্টার মধ্যেই কোটিপতি হয়ে যান। সাগর পুরস্কার জিতেছেন ১ কোটি ২০ লাখ টাকার।
আরও পড়ুন- ঋদ্ধির পর ভারতীয় দলে আরও এক বাংলার ক্রিকেটার, সুযোগ টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে
সাগর গণপতরাও যাদব, মহারাষ্ট্রের সাতারা জেলার কালটেক গ্রামের বাসিন্দা। মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। কয়েক বছর ধরে গোয়াতেও কাজ করেছেন। সাগরের পরিবার কালটেকে চাষাবাদ করে।
advertisement
advertisement
ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল সাগরের। ক্রিকেট দেখতে দেখতে তিনি মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত হয়ে যান। এদিকে ক্রিকেটের প্রতি অনুরাগের কারণে গত কয়েক বছর ধরে তিনি ড্রিম ইলেভেন খেলতে শুরু করেছেন।
সাগর কি পুরো ১.২০ কোটি টাকা পাবেন?
আইপিএল মরসুমে প্রতিদিন ম্যাচ চলাকালীন সাগর বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে ড্রিম ইলেভেন দল তৈরি করতে থাকেন। অনেক চেষ্টা করেও অনেকবার ব্যর্থ হন তিনি। অবশেষে সাগরের প্রচেষ্টা সফল হয়। তিনি যে দলটি বেছে নিয়েছিলেন সেটি তাঁকে কোটিপতি করে দিল।
advertisement
আরও পড়ুন- দিল্লির মহারাজ সেই সৌরভই! টানা মোটিভেট করে যাচ্ছেন ক্রিকেটারদের
অনলাইন গেম থেকে প্রাপ্ত পুরষ্কারের উপর সরকারকে ৩০ শতাংশ ট্যাক্স দিতে হয়। তাই সাগরের পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থের পরিমাণের মধ্যে ৩৬ লাখ টাকার ট্যাক্স সরকারের ঘরে যাবে। সাগর ৮৪ লাখ টাকা হাতে পাবেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
DREAM 11-এ কেউ ১ কোটি ২০ লাখ টাকা জিতলে হাতে কত পাবেন? জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement