DREAM 11 বন্ধ হচ্ছে না! বড়সড় আপডেট, সরকারের নির্দেশ কি মানবে না অনলাইন গেমিং সংস্থা?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Dream 11- এবার জানা যাচ্ছে, ফ্য়ান্টাসি গেমসের পথ ছেড়ে এবার বিনিয়োগের পথে নামছে ড্রিম ইলেভেন। সোনা, ফিক্সড ডিপোজিট, শেয়ার-সহ নানা বিনিয়োগ মাধ্যমকে এক ছাতার তলায় এনে ব্যবসার কথা ভাবছে তারা।
মুম্বই: বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষে অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল, ২০২৫ পাস হওয়ার পর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) এবং Dream 11 আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছে। BCCI সচিব দেবজিৎ সাইকিয়া এই উন্নয়নের বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড ভবিষ্যতে ‘এই ধরণের কোনও সংস্থার সঙ্গে জড়িত হবে না’।
এএনআইকে সাইকিয়া জানিয়েছেন, “অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল, ২০২৫ পাস হওয়ার পর বিসিসিআই এবং ড্রিম ১১ তাদের সম্পর্ক ছিন্ন করছে। বিসিসিআই ভবিষ্যতে এই ধরণের কোনও সংস্থার সঙ্গে জড়িত না হওয়ার বিষয়টি নিশ্চিত করবে৷”
Dream11 নিয়ে এই সিদ্ধান্ত এসেছে ভারতীয় সংসদে ‘অনলাইন গেমিং বিল, ২০২৫’ পাশ হওয়ার পর। বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই পেইড গেমিং প্ল্যাটফর্মগুলির উপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হওয়ার সুযোগ এখন অনেক কোম্পানির জন্য খোলা।
advertisement
advertisement
আরও পড়ুন- প্রেশার কুকারের ‘সিটি’-র সঙ্গে বেরিয়ে আসছে ডাল-জল? এই ছোট্ট ট্রিকস-এ মুশকিল আসান
Dream11 নিয়ে এই সিদ্ধান্ত এসেছে ভারতীয় সংসদে ‘অনলাইন গেমিং বিল, ২০২৫’ পাশ হওয়ার পর। বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই পেইড গেমিং প্ল্যাটফর্মগুলির উপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হওয়ার সুযোগ এখন অনেক কোম্পানির জন্য খোলা। এই মুহূর্তে Dream11-এর চুক্তি শেষ হওয়ার পর একটি শূন্যস্থান তৈরি হয়েছে।
advertisement
এবার জানা যাচ্ছে, ফ্য়ান্টাসি গেমসের পথ ছেড়ে এবার বিনিয়োগের পথে নামছে ড্রিম ইলেভেন। সোনা, ফিক্সড ডিপোজিট, শেয়ার-সহ নানা বিনিয়োগ মাধ্যমকে এক ছাতার তলায় এনে ব্যবসার কথা ভাবছে তারা। ড্রিম১১ অ্যাপও চলবে। সেখানে বিনামূল্যে নানা গেমস খেলতে পারবেন ইউজাররা।
নতুন অ্যাপের কী নাম হবে তাও নাকি ভেবে ফেলেছে ওই সংস্থা। নতুন নাম হবে ‘ড্রিম মানি’। ন্যূনতম ১০ টাকা থেকে যে কেউ নিজের বিনিয়োগ শুরু করতে পারবেন। ফিক্সড ডিপোজিট করা যাবে মাত্র ১ হাজার টাকায়। তাও আবার কোনও লক-ইন পিরিয়ড ছাড়াই। ড্রিম-মানিকে এবার হবে সেবি রেজিস্টার্ড অ্য়াপ। শেয়ার বাজারের ব্রোকার হিসেবে কাজ করতে পারবে এই সংস্থা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 6:17 PM IST