Neeraj Chopra: দোহায় নীরজ ম্যাজিক ! কেরিয়ারে প্রথম বার ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছুড়লেন ভারতের সোনার ছেলে

Last Updated:

Neeraj Chopra in Doha Diamond League 2025: জ্যাভলিনে ৯০ মিটারের দূরত্ব অবশেষে পেরোলেন নীরজ চোপড়া। শুক্রবার দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি।

দোহায় নীরজ ম্যাজিক ! (Photo: AFP)
দোহায় নীরজ ম্যাজিক ! (Photo: AFP)
দোহা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার কোনও ভারতীয় হিসেবে ৯০ মিটারের দুর্ভেদ্য মাইলফলক অবশেষে টপকে গেলেন নীরজ চোপড়া। শুক্রবার দোহা ডায়মন্ড লিগে প্রথম স্থান দখল করতে না পারলেও ব্যক্তিগত লক্ষ্যে অনায়াসে পৌঁছে গেলেন দেশের সোনার ছেলে। নিজের তৃতীয় চেষ্টায় এদিন ৯০.২৩ মিটার থ্রো করেন নীরজ। আর সেই সঙ্গে প্রথম ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার হিসেবে ঢুকে পড়লেন ইতিহাসে।
২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে নিজের কেরিয়ারের সেরা ৮৯.৯৪ মিটার থ্রো করেছিলেন তিনি। এবার নিজেকে ছাপিয়ে ৯০ মিটার পার হওয়ার স্বপ্নপূরণ করলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী তারকা। তবে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও দ্বিতীয় স্থানেই শেষ করতে হল তাঁকে। জার্মানির জুলিয়ান ওয়েবের ৯১.০৬ মিটার থ্রো করে সোনা জেতেন।
advertisement
advertisement
দোহায় এ দিন প্রথম থ্রোয়ে ৮৮.৪৪ মিটার ছুড়েছিলেন নীরজ। তখনই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি ছন্দে রয়েছেন। এরপর দ্বিতীয় থ্রো ফাউল হয়। তৃতীয় থ্রোয়ে ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি। তাতেই বাকি প্রতিযোগীদের থেকে উপরে চলে যান এবং পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করেন। চতুর্থ থ্রোয়ে তিনি ৮০.৬০ মিটার ছোড়েন। পঞ্চম থ্রো আবার ফাউল হয়। ষষ্ঠ থ্রোয়ে নীরজ ৮৮.২০ মিটার ছোড়েন। তখন মনে হচ্ছিল তিনিই এই প্রতিযোগিতা জিতবেন। কিন্তু নাটকের বাকি ছিল। শেষ থ্রোয়ে ৯১.০৬ মিটার ছুড়ে নীরজকে পেরিয়ে যান ওয়েবার। পরে অবশ্য নীরজকে জড়িয়ে ধরে একসঙ্গে ছবি তোলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Neeraj Chopra: দোহায় নীরজ ম্যাজিক ! কেরিয়ারে প্রথম বার ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছুড়লেন ভারতের সোনার ছেলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement