প্রোদুনোভা তিনি ছাড়ছেন না, দেশে ফিরেই জানালেন দীপা

Last Updated:

প্রোদুনোভা ভল্ট আমি চালিয়ে যাব। এই মুহূর্তে অন্য কোনও ভল্ট মাথায় নেই। আমার মনে হয় না এটা মৃত্যুভল্ট।

#নয়াদিল্লি:  যে ভল্ট দিতে বিশ্বের তাবড় তাবড় জিমন্যাস্টরাও ভয় পান, সেটা তিনি দিব্যি হেসেখেলেই দিতে পারেন ৷ ভয়ঙ্কর সেই প্রোদুনোভা ভল্ট দিয়েই আজ বিখ্যাত আগরতলার মেয়ে দীপা কর্মকার ৷ রিওতে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে ৷ পরের অলিম্পিকে দেশকে পদক এনে দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন তিনি ৷ রিও থেকে দেশে ফিরেই দিল্লি এয়ারপোর্টে তাঁকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ এত সম্মান পেয়ে স্বভাবতই আপ্লুত ত্রিপুরার এই সরল সোজা বাঙালি কন্যা ৷
রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক  বিমানবন্দরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই রীতিমতো হইচই পড়ে  যায় দীপাকে ঘিরে ৷ প্রত্যেকেই চাইছিলেন তাঁর সঙ্গে একটা ছবি বা সেলফি তুলতে ৷ মালায় ঢাকা পড়ে যাওয়ার পরেও মুখে এতটুকু বিরক্তির ছাপ নেই দীপার ৷ বরং হাসিমুখেই বললেন, ‘‘আমার জন্য এত প্রার্থনা করেছেন সবাই। আমি আপ্লুত। সবাইকে ধন্যবাদ। অলিম্পিকে যা পারফর্ম করেছি তাতে আমি খুশি। আরও খুশি হতাম পদক নিয়ে ফিরতে পারলে। যা হওয়ার হয়ে গিয়েছে। নিশ্চয়ই চেষ্টা করব পরের বার অলিম্পিকে পদক জেতার ৷’’
advertisement
তিনি যে পদক পাওয়ার এত কাছাকাছি পৌঁছে যাবেন, সেটা একেবারেই আশা করেননি দীপা ৷ সাত বা আটে শেষ করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ৷ কিন্তু চার নম্বর স্থান পেয়ে দারুণ খুশি দীপা ৷ আর প্রোদুনোভা ভল্ট চালিয়ে যাওয়ার ব্যাপারেও দৃঢ়প্রতিজ্ঞ তিনি ৷ বললেন , ‘‘ প্রোদুনোভা ভল্ট আমি চালিয়ে যাব। এই মুহূর্তে অন্য কোনও ভল্ট মাথায় নেই। আমার মনে হয় না এটা মৃত্যুভল্ট। ঠিকঠাক প্র্যাকটিস করতে পারলে সব কিছুই সহজ হয়ে যায়।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্রোদুনোভা তিনি ছাড়ছেন না, দেশে ফিরেই জানালেন দীপা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement