'অবিস্মরণীয় রাত ছিল ওটা', নিদাহাস জয়ের বর্ষপূর্তিতে ট্যুইট দীনেশ কার্তিকের

Last Updated:

১৮ মার্চ, সাল ২০১৮৷ ভারতের কোনও ক্রিকেট ফ্যানের পক্ষেই ওই রাতটা ভোলা সম্ভব নয়৷ আর সেদিন দীনেশ কার্তিকের অসাধারণ ক্যামিও ইনিংসে ভর করে রুদ্ধশ্বাস ফাইনাল জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া৷

#চেন্নাই: ১৮ মার্চ, সাল ২০১৮৷ ভারতের কোনও ক্রিকেট ফ্যানের পক্ষেই ওই রাতটা ভোলা সম্ভব নয়৷ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ফাইনালে শাকিব আল হাসানের বাংলাদেশ মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে৷ আর সেদিন দীনেশ কার্তিকের অসাধারণ ক্যামিও ইনিংসে ভর করে রুদ্ধশ্বাস ফাইনাল জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া৷ আজও ওই ম্যাচের কথা মনে করলে ফ্যানেদের গায়ে কাঁটা দেয়৷
ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ২০ ওভারে ১৬৬৷ সাব্বির রহমান একাই করেছিলেন ৭৭৷ রান তাড়া করতে নেমে একটা সময় রীতিমতো ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল৷ এই বুঝি বাংলাদেশ না বাজিমাত করে দেয়! সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন দীনেশ কার্তিক৷ তখন ভারতের প্রয়োজন ছিল ১২ বলে ৩৪ রান৷ ভারতীয় ফ্যানেরা যখন এমএস ধোনির অভাব অনুভব করছিলেন, তখন কার্তিক বুঝিয়ে দেন তিনি কী করতে পারেন!
advertisement
১৯ নম্বর ওভারে শাকিব বল তুলে দিয়েছিলেন দলের প্রথমসারির পেসার রুবেল হোসেনকে৷ কার্তিক তাঁকে স্বাগত জানান ওভার বাউন্ডারিতে, তার পরের দু'টো বলে কার্তিক মারেন চার ও ছয়৷ চার নম্বর বলটি ডট হয়, পাঁচ নম্বর বলে আসেন ২ রান৷ ওভারের শেষ বলে ফের চার হাঁকান কার্তিক৷ শেষ ওভারে ভারতে জেতার লক্ষ্যমাত্রা হয়ে দাঁড়ায় ১২৷
advertisement
advertisement
সৌম্য সরকারকে শেষ ওভার করতে বলেন শাকিব৷ এই ওভারে বিজয় শঙ্করের হাত থেকে যেমন একটি চার আসে, তেমনই উইকেটটিও দিয়ে আসেন তিনি৷ ভারতের যখন ১ বলে জেতার জন্য ৫ রান বাকি ছিল, তখন কার্তিক শেষ বলে ৬ বলে ভারতের হাতে ট্রফি তুলে দেন৷ সেদিন কার্তিক করেছিলেন ৮ বলে ২৯৷ নিদহাস ট্রফির দ্বিতীয় বার্ষিকীতে শেষ বলে ছয় মারা ও তারপরে দলের উচ্ছ্বাসের ভিডিও শেয়ার করেন কার্তিক৷ তিনি লেখেন, "অবিস্মরণীয় রাত ছিল ওটা''
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'অবিস্মরণীয় রাত ছিল ওটা', নিদাহাস জয়ের বর্ষপূর্তিতে ট্যুইট দীনেশ কার্তিকের
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement