ভারতের ক্যাপ্টেন দীনেশ কার্তিক, হঠাৎ বড়সড় সিদ্ধান্ত বোর্ডের! গত বছর অবসর, এবার ফিরেই চমক ডিকে-র
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Dinesh Karthik Named Indian Team Captain: এবার দেশের হয়ে নেতৃত্ব দিতে চলেছেন দীনেশ কার্তিক। আসন্ন হংকং সিক্সেস ২০২৫ টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক হচ্ছেন অভিজ্ঞ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।
এবার দেশের হয়ে নেতৃত্ব দিতে চলেছেন দীনেশ কার্তিক। আসন্ন হংকং সিক্সেস ২০২৫ টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক হচ্ছেন অভিজ্ঞ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। মঙ্গলবার টুর্নামেন্টের আয়োজকরা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করে। টুর্নামেন্টটি শুরু হবে ৭ই নভেম্বর, এবং এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ও গতিময় ক্রিকেট আসর হিসেবে পরিচিত।
দীনেশ কার্তিকের নিয়োগকে ঘিরে ক্রিকেট মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং ব্যাট হাতে আক্রমণাত্মক ভূমিকা তাঁকে এই দায়িত্বের জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে কার্তিক জানান, “হংকং সিক্সেসের মতো ঐতিহাসিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গর্বের।” তিনি আরও বলেন, “আমরা এমন ক্রিকেট খেলতে চাই যা হবে সাহসী, উপভোগ্য এবং দর্শকদের আনন্দ দেবে।”
advertisement
ক্রিকেট হংকং চায়নার চেয়ারপার্সন বুরজি শ্রফ দীনেশ কার্তিকের নেতৃত্বে ভারতের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “কার্তিকের অভিজ্ঞতা এবং নেতৃত্ব এই প্রতিযোগিতাকে আরও জমজমাট করে তুলবে। তাঁর উপস্থিতি আন্তর্জাতিকভাবে দর্শকদের আগ্রহ বাড়াবে।”
advertisement
আরও পড়ুনঃ যাদবপুরবাসীর জল যন্ত্রণা ভাগ করে নিলেন সৃজন, ‘পাশে আছি…’, পুজোর মরশুমে আশ্বাস সিপিআইএম নেতার
advertisement
দীনেশ কার্তিকের নেতৃত্বে ভারতের পারফরম্যান্স কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহলের সৃষ্টি হয়েছে। তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞতার সংমিশ্রণে ভারতীয় দল হংকং সিক্সেসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারে বলে আশাবাদী ক্রিকেট বিশেষজ্ঞরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 6:28 PM IST