যাদবপুরবাসীর জল যন্ত্রণা ভাগ করে নিলেন সৃজন, 'পাশে আছি...', পুজোর মরশুমে আশ্বাস সিপিআইএম নেতার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
CPIM Leader Srijan Bhattacharyya Visit Water Logged Area Of Jadavpur: শহরবাসীর জল যন্ত্রণা ভাগ করে নিতে রাস্তায় নেমেছেন সিপিআইএমের তরুণ নেতা সৃজন ভট্টাচার্য-ও।
কলকাতা: রাতভর তুমুল বৃষ্টিতে জলবন্দি কলকাতা। আর তার জেরেই বিপর্যস্ত জনজীবন। অলিগলি থেকে রাজপথ, সর্বত্র জল থৈথৈ অবস্থা। ফলে মঙ্গলবার সকাল থেকেই রীতিমতো ভোগান্তিতে শহরবাসী। জানা গেছে, প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। জল যন্ত্রণার মধ্যেই নানাদিক থেকে আসছে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা।
জলমগ্ন শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নেমেছে রাজনৈতিক ব্যক্তিত্বরাও। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে, শহরবাসীর জল যন্ত্রণা ভাগ করে নিতে রাস্তায় নেমেছেন সিপিআইএমের তরুণ নেতা সৃজন ভট্টাচার্য-ও। কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুড়ে দেখেন সৃজন সহ অন্যান্য স্থানীয় বাম নেতৃত্ব।
এলাকা ঘুড়ে দেখার পর সৃজন ভট্টাচার্য বলেন,”আমরা ছিলাম ১০৬ নম্বর ওয়ার্ডে। সকাল বেলায় খবর পাই অভিষিক্তার সামনে একজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। গোটা কলকাতা শহরে একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। অসংখ্য মানুষ দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। আপাতত দ্রুত জল নামুক, পুরসভা-প্রশাসন তারা সঠিক বন্দোবস্ত নিক, দায়িত্ব পালন করুক।” কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন সৃজন ভট্টাচার্য। পাশাপাশি আরও এলাকাতেও যাবেন বলে জানান তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ New BCCI President: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল! কে হচ্ছেন নতুন বিসিসিআই সভাপতি? জানা গেল নাম
এছাড়াও উৎসবের মরশুমে এই দুঃসময়ে মানুষের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন বান নেতা। সৃজন ভট্টাচার্য বলেন,”এই বৃষ্টির ফলে পুজো আগে অনেক মানুষ ক্ষতির সম্মুখীন। বিশেষ করে যারা দিন আনা, দিন খাওয়া মানুষ। ছোট ব্যবসায়ী যারা, দোকান আছে যাদের জল ঢুকে গেছে। এদের রুজি-রুটিকর একটা সংস্থান হওয়া দরকার। আমরা আমাদের পার্টি কর্মীরা, রেড ভলান্টিয়াররা সর্বতোভাবে মানুষের পাশে থাকবে ও সহযোগিতা করবে। সবাই মিলে এগিয়ে আসলে এই আপাতত এই সঙ্কট থেকে রেহাই পাওয়া যাবে বলে আশা করি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 4:17 PM IST