ভারতের ফিনিশার কী নিজেই ফিনিশ? কার্তিকের চোটে বিশ্বকাপে ভাগ্য খুলতে পারে ঋষভের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Dinesh Karthik lower back injury can provide opportunity for Rishabh Pant to play against Bangladesh. বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি কার্তিক।
#মেলবোর্ন: তার ফিরে আসার গল্পটা ছিল ফিনিক্স পাখির মত। কেউ ভাবতে পারেনি এই বয়সে জাতীয় দলে আবার কামব্যাক করতে পারেন। সকলকে চমকে দিয়েছিলেন ডি কে। বেশ বিত্ক সৃষ্টি করেই ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন দিনেশ কার্তিক। তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ থাকলেও কার্তিকের ফিনিশিং দক্ষতা আর অভিজ্ঞতার ওপর ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট।
তবে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি কার্তিক। বরং গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচে পিঠে চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে। ভারতের বোলিং ইনিংসের সময় উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করেছেন ঋষভ পন্থ। যাকে কার্তিকের কারণেই একাদশের বাইরে রাখা হয়েছে।
advertisement
advertisement
সমর্থকদের প্রশ্ন বাকি ম্যাচগুলিতে কার্তিককে পাওয়া যাবে তো? উত্তর দিন ভুবনেশ্বর কুমার। গতকালের ম্যাচ শেষে ভারতীয় পেসার বলেছেন, কার্তিকের পিঠে সমস্যা আছে। ম্যাচের পর আর তার সঙ্গে দেখা হয়নি। হোটেলে ফিরে তার সঙ্গে কথা বলব। ফিজিও কী বলছে সেটাও জানতে হবে।
এখন পিঠের চোট নিয়ে কার্তিক আগামী ২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন কিনা সেটা স্পষ্ট নয়। যদিও এতে ভারতের সমস্যা হবে না। কারণ দলে আছেন ঋষভ পন্থ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তাকে একাদশে দেখা যায়নি। তবে নেটে নিয়মিত বিধ্বংসী মেজাজে ব্যাট করে যাচ্ছেন।
advertisement
Dinesh Karthik failed to bat properly against Pakistan & South Africa. Today he left the field while keeping wickets because of injury. Is it a sign for rishabh pant's appearance in next match ??
— Raja Sekhar Yadav (@cricketwithraju) October 30, 2022
তার মানে, পন্থকে নিয়ে ভারতীয় দলের পরিকল্পনা আছে। অন্যদিকে সুযোগ পেয়েও নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন কার্তিক। তাই তাকে বসিয়ে দেওয়া হতে পারে। কপিল দেব, সেহওয়াগ বলে আসছিলেন ঋষভকে সুযোগ দিতে। এবার কার্তিকের চোটে সেই ভাগ্য খুলে যেতে পারে তার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 12:34 PM IST