পদ্মাপারে মারাদোনা
Last Updated:
ভারতে আইএসএলের বিপুল সাফল্য এবার নাড়িয়ে দিয়ে গেল পদ্মাপারকেও ৷ ইন্ডিয়ান সুপার লিগের ধাঁচে বাংলাদেশে নভেম্বরে শুরু বিএসএল। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর দিয়েগো মারাদোনা।
#কলকাতা : ভারতে আইএসএলের বিপুল সাফল্য এবার নাড়িয়ে দিয়ে গেল পদ্মাপারকেও ৷ ইন্ডিয়ান সুপার লিগের ধাঁচে বাংলাদেশে নভেম্বরে শুরু বিএসএল। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর দিয়েগো মারাদোনা।
এবার চ্যালেঞ্জের মুখে ইন্ডিয়ান সুপার লিগ। চ্যালেঞ্জারের নাম খোদ দিয়েগো মারাদোনা। ভারতে আইএসএলের জনপ্রিয়তায় অনুপ্রাণিত বাংলাদেশ। আইএসএলের অনুকরণে নভেম্বরে শুরু হচ্ছে বিএসএল। ২৮ ফেব্রুয়ারি ঢাকায় উন্মোচন হবে বিএসএলের লোগো। ওই দিনই বিএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষিত হবে দিয়েগো মারাদোনার নাম। অক্টোবর-নভেম্বরে ঢাকায় আসতে চলেছে ফুটবলের রাজপুত্র। আইএসএলের অনেক তারকার দিকেই নজর রয়েছে বিএসএল আয়োজকদের। সময়ের নিরিখে ইন্ডিয়ান সুপার লিগের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের সুপার লিগ। অক্টোবরে শুরু হবে আইএসএল থ্রি। আর সব ঠিকঠাক চললে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর দুই মাস ধরে চলবে বিএসএল ওয়ান। মারাদোনাকে এনে ধারে-ভারে আইএসএলকে টক্কর দেওয়ার ব্লু প্রিন্ট একেবারে তৈরি আয়োজকদের। পুরো বিষয়টির নেপথ্যে রয়েছে কলকাতার সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ। যারা এর আগে কলকাতায় মারাদোনা ও মেসিকে এনে হৈ হৈ ফেলে দিয়েছিলেন। বিএসএলে বিদেশি ফুটবলারদের তালিকা তৈরিতে জোর দেওয়া হচ্ছে অপেক্ষাকৃত তরুণ ফুটবলারদের ওপর। তবে আইএসএলে নজর টানা কোচ, ফুটবলারদের পেতেও ঝাঁপাবে সিএমজি। তবে দিয়েগো যেখানে রয়েছেন, সেখানে অন্যরা স্রেফ উপলক্ষ্য।
advertisement
এক্সক্লুসিভ রিপোর্ট : পারাদীপ ঘোষ
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2016 6:30 PM IST