বেডরুমে ধামাকা নাচ! ধনশ্রীর 'টাচ মি টাচ মি'-তে হাওয়া গরম, ডিভোর্স এখন অতীত!

Last Updated:

Dhanashree Verma latest video- ধনশ্রীর নাচের ভিডিও নিয়ে নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন। কেউ তাঁকে ট্রোল করছেন, আবার কেউ ভিডিওতে যুজবেন্দ্র চাহালকে খুঁজছেন। ধনশ্রী একজন জনপ্রিয় কোরিওগ্রাফার।

News18
News18
কলকাতা: ধনশ্রী বর্মার জীবনে তা হলে ডিভোর্স অতীত! যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের খবর আজকাল চর্চায়। তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর শুনে অনেকেই অবাক। তবে, তাদের দুজনের কাছ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ধনশ্রী বর্মা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও আপলোড করেছেন। আর তা দেখে বোঝা যাচ্ছে, ডিভোর্স-এর মতো ঘটনা তাঁর জীবনে খুব একটা প্রভাব ফেলতে পারেনি।
ধনশ্রীর নাচের ভিডিও নিয়ে নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন। কেউ তাঁকে ট্রোল করছেন, আবার কেউ ভিডিওতে যুজবেন্দ্র চাহালকে খুঁজছেন। ধনশ্রী একজন জনপ্রিয় কোরিওগ্রাফার। তিনি সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় থাকেন। ক্রমাগত নাচের ছবি এবং ভিডিও শেয়ার করেন।
আরও পড়ুন- টানা ১৩ ম্যাচে টস হারলেন রোহিত, বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের, ভারতীয় দলে বড় বদল
ধনশ্রী বর্মা রবিবার একটি নাচের ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশন লিখেছেন, ‘জাস্ট আ ক্যাজুয়াল সানডে মোড।’ ওই ভিডিওতে তিনি টাচ মি-টাচ মি গানে নাচছেন। নিজের বেডরুমে বসে এই ভিডিও তৈরি করেন তিনি। ধনশ্রীর নাচের মুভ ইন্টারনেটে ভাইরাল। উল্লেখ্য, ধনশ্রী বর্মা পেশায় একজন নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার এবং দাঁতের ডাক্তার।
advertisement
advertisement
advertisement
লকডাউনে অনলাইন নাচের ক্লাস চলাকালীন যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর পরিচয় হয়। চাহাল করোনা লকডাউনের সময় নাচ শেখার জন্য ধনশ্রীর অনলাইন ক্লাসে যোগ দিয়েছিলেন। তার পর সেখান থেকেই তাঁদের আলাপ শুরু হয়েছিল। বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়,  ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। ক্রিকেটভক্তরা চাহাল ও ধনশ্রীর জুটি পছন্দ করত।
advertisement
কয়েকদিন আগে গুঞ্জন ছিল, ধনশ্রী ভার্মা এবং যুজবেন্দ্র চাহাল তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চূড়ান্ত করেছেন। তবে ধনশ্রীর আইনজীবী সম্প্রতি বলেছিলেন, প্রক্রিয়া এখনও চলছে। আইনজীবী বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে। এই নিয়ে প্রচুর ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
ধনশ্রী বর্মার পরিবার সম্প্রতি একটি বিবৃতিতে বলেছে, তারা যুজবেন্দ্র চাহালের কাছ থেকে ৬০ কোটি টাকার ভরণপোষন নেননি। যেসব দাবি করা হচ্ছে তাতে তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বেডরুমে ধামাকা নাচ! ধনশ্রীর 'টাচ মি টাচ মি'-তে হাওয়া গরম, ডিভোর্স এখন অতীত!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement