ডার্বি স্পেশ্যাল লড়াই শুরু ইলিশ-চিংড়ির! বাজারের 'খেলাতে' টানটান উত্তেজনা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
একে ছুটির দিন, রবিবারের স্পেশ্যাল মেনুতে যেন আজ ফুটবলের জ্বর। (Derby Special)
#কলকাতা: ডার্বি জ্বরে আক্রান্ত শহর কলকাতা। আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে মাঠে ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই। তার আগে লড়াই শুরু হয়ে গিয়েছে বাজারে। রবিবারের পাতে ডার্বি স্পেশ্যাল ইলিশ-চিংড়ির লড়াই সকাল থেকে জমে উঠেছে। একে ছুটির দিন, রবিবারের স্পেশ্যাল মেনুতে যেন আজ ফুটবলের জ্বর।
মানিকতলা বাজার হোক বা হাতিবাগান। লেক মার্কেট হোক বা বাঘাযতীন, কিংবা গড়িয়াহাট। সর্বত্রই লড়াই জমে উঠেছে ইলিশ-চিংড়ির। সকাল থেকেই মোহনবাগান ইস্টবেঙ্গল সাপোর্টাররা ভিড় জমিয়েছেন বাজারে। কেউ কিনছেন ইলিশ, আবার কেউবা চিংড়ি। চড়া দাম ইলিশের, টেক্কা দিচ্ছে চিংড়ির দামও। তবে আজ দামে কোনও পরোয়া নেই কারও।

advertisement
advertisement

আরও পড়ুন: ৩৭০০ কেজি বিস্ফোরক ঠেসে দেওয়া হবে ট্যুইন টাওয়ারে, বহুতল গুঁড়িয়ে যাবে ১৫ সেকেন্ডে! অপেক্ষা শুরু
বাজারে ইলিশ চিংড়ি ছাড়া আর অন্য মাছের কোনও চাহিদা সেভাবে নেই আজ। মাছের বাজার জুড়েই শুধু ইলিশ আর চিংড়ি। চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের মুখে মুখে আজ 'খেলা হবে'। অন্যান্য দিনের চেয়ে বাজারে ইলিশ চিংড়ির যোগানও আজ অনেকটাই বেশি। মাঠে লড়াই হবে বাঙালির দুই আবেগের। তবে তার আগেই বাজারে লড়াই শুরু হয়ে গিয়েছে ইলিশ-চিংড়ির।
advertisement
দু'বছরের ব্যবধান, কলকাতায় রবিবার মর্যাদার বড় ম্যাচ৷ আমনে-সামনে লাল-হলুদ, সবুজ-মেরুন৷ স্টিফেন বনাম ফেরান্দো, বুমোস বনাম লিমা৷ ডুরান্ডের ডার্বি দেখুন সরাসরি News18 Bangla-এ রবিবার ২৮ অগাস্ট সন্ধ্যা ৬টা থেকে৷
Location :
First Published :
August 28, 2022 11:37 AM IST