IPL 2023: পন্থের বদলে কে হল দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক, নাম ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজি
- Published by:Sudip Paul
Last Updated:
IPL 2023: আইপিএল ২০২৩ শুরু হতে বাকি হাতে গোনা কয়েরটা দিন। পন্থের বদলে অধিনায়ক হিসেবে যে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার এগিয়ে ছিলেন তা আগেই জানা গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে ওয়ার্নারকে দিল্লির ক্যাপিটালসের নতুন অধিনায়ক ঘোষণা করা হল।
দিল্লি: আইপিএল ২০২৩ শুরু হতে বাকি হাতে গোনা কয়েরটা দিন। কিন্তু নতুন মরসুম শুরুর আগে গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে মাঠের বাইরে ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটার তথা দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। কবে মাঠে ফিরতে পারবেন তিনি তা এখনও নিশ্চিৎ নয়। পন্থের বদলে অধিনায়ক হিসেবে যে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার এগিয়ে ছিলেন তা আগেই জানা গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে ওয়ার্নারকে দিল্লির ক্যাপিটালসের নতুন অধিনায়ক ঘোষণা করা হল।

কলকাতায় ২ দিনের প্রস্তুতি শিবির করছে দিল্লি ক্যাপিটালস। দায়িত্বে রয়েছেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। একাধিক নতুন ক্রিকেটারকে শিবিরে পরখ করে নিচ্ছেন সৌরভ। প্রাথমিকভাব মনে করা হয়েছিল প্রস্তুতি শিবির শেষে ডেভিড ওয়ার্নারের নাম ঘোষণা করা হবে। তার আগেই দিল্লি ক্যাপিটালসের তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হল নতুন অধিনায়কের নাম। সহ অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অক্ষর প্যাটেলের।
advertisement
advertisement
David Warner 👉🏼 (𝗖) Axar Patel 👉🏼 (𝗩𝗖) All set to roar loud this #IPL2023 under the leadership of these two dynamic southpaws 🐯#YehHaiNayiDilli | @davidwarner31 @akshar2026 pic.twitter.com/5VfgyefjdH
— Delhi Capitals (@DelhiCapitals) March 16, 2023
চোটের কারণে ভারতের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল অজি ওপেনারের চোট গুরুতর। তবে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে যে দল ঘোষণা করা হয়েছে তাতে রাখা হয়েছে ডেভিড ওয়ার্নারকে। যার থেকে প্রমাণিত হয়ে যায় ওয়ার্নারের চোট গুরুতর নয়। ফলে আইপিএলে সম্পূর্ণ ফিট ওয়ার্নারকেই পাওয়া যাবে। তাই দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের ব্যাটন উঠল ওয়ার্নারের হাতেই।
advertisement
আরও পড়ুনঃ FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপ কি দখলে রাখতে পারবে আর্জেন্টিনা, মেসির দেশকে জিততে হবে একটি বেশি ম্যাচ
প্রসঙ্গত,একাধিক আইপিএল অধিনায়কত্ব করার অভিজ্ঞতার পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদ টিমকে একবার চ্যাম্পিয়নও করেছিলেন ডেভিড ওয়ার্নার। অভিজ্ঞ কারও হাতেই নেতৃত্ব দিতে চাইছিল দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের ইতিহাসে অন্যতম ব্যাটারও তিনি। আইপিএল কেরিয়ারে ১৬২ ম্যাচ খেলে ৫৮৮১ রান করেছেন ওয়ার্নার। ৪২ গড়ে ৪টি শতরান ও ৫৫টি অর্ধশতরানও রয়েছে ওয়ার্নারের। সর্বোচ্চ স্কোর ১২৬।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 1:17 PM IST