Prithvi Shaw house : তরুণ তারকা পৃথ্বীর নতুন বাড়ির দাম শুনলে ঘুম উড়ে যাবে! জানেন কত?

Last Updated:

Prithvi Shaw buys dream home in Mumbai Bandra worth Rs 10 crores. মুম্বইয়ের পশ্চিম বান্দ্রায় বাড়িটি কিনতে সাড়ে ১০ কোটি টাকা দিতে হয়েছে পৃথ্বিকে, যা তার আইপিএলের প্রায় পাঁচ বছরের পারিশ্রমিকের সমান।

স্বপ্নের ফ্ল্যাট কিনেছেন পৃথ্বী
স্বপ্নের ফ্ল্যাট কিনেছেন পৃথ্বী
#মুম্বই: তার ক্রিকেট প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না। অনেকেই তাঁকে ভবিষ্যতের সচিন তেন্ডুলকর হিসেবে বর্ণনা করেছিলেন। অদ্ভুত কারণে যে জায়গায় পৌছাল উচিত ছিল তার, সেটা পারেনি পৃথ্বী। কিন্তু অর্থের দিক থেকে এই বয়সে তার উত্থান চমকপ্রদক। নিজের স্বপ্নের বাড়ি কিনে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ভারতীয় তারকা পৃথ্বি শ।
মুম্বইয়ের পশ্চিম বান্দ্রায় বাড়িটি কিনতে সাড়ে ১০ কোটি টাকা দিতে হয়েছে পৃথ্বিকে, যা তার আইপিএলের প্রায় পাঁচ বছরের পারিশ্রমিকের সমান। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানা যায়, পৃথ্বির নতুন বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি রেসিডেন্সিয়াল টাওয়ার ৮১ অরেটের নবম তলায় অবস্থিত। এটি ২২০৯ স্কয়ার ফিট। যার ছাদ ১৬৫৪ স্কয়ার ফিট, সঙ্গে তিনটি গাড়ি পার্কিং করার ব্যবস্থাও রয়েছে।
advertisement
advertisement
জানা গেছে, গত ৩১ মার্চ বাড়িটি কিনতে ৫২ লাখ ৫০ হাজার টাকা বায়না দিয়েছিলেন পৃথ্বী। পরে গত ২৮ এপ্রিল বাকি অর্থ চুকিয়ে বাড়িটি নিজের নামে করে নেন এ তরুণ তারকা ব্যাটার। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পৃথ্বির অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর থেকে ছুটছেন পৃথ্বী। সে বছর নিলামে তাকে ১ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান দিল্লি ক্যাপিট্যালস)। এরপর থেকে দিল্লির হয়েই খেলছেন তিনি।
advertisement
চলতি আইপিএলের মেগা নিলামের আগেই পৃথ্বীকে সাড়ে ৭ কোটি টাকার বিনিময়ে রিটেইন করে রাখে দিল্লি। সব মিলিয়ে এই পাঁচ আসরে দিল্লি থেকে ১২ কোটি ৩০ লাখ রুপি আয় করেছেন পৃথ্বি। যার মধ্যে সাড়ে ১০ কোটি রুপি দিয়ে নিজের স্বপ্নের বাড়ি কিনে নিয়েছেন তিনি। তবে পৃথ্বীকে নিয়ে ভবিষ্যতে ভারতীয় দল সমৃদ্ধ হতে পারে সেই গ্যারেন্টি ইতিমধ্যেই দিয়ে রেখেছেন রিকি পন্টিং।
advertisement
কিংবদন্তি অস্ট্রেলিয়ান তারকা মনে করেন শুধু ভারত নয়, আগামী দিনে বিশ্বের প্রথম তিনজন ব্যাটসম্যানের মধ্যে থাকবেন পৃথ্বী। এত কম বয়সে এত সম্পত্তি করলেও পৃথ্বী মাথা ঘুরে যাওয়ার ছেলে নন, সেটা পরিষ্কার। তার একমাত্র লক্ষ্য সিনিয়র ভারতীয় দলে জায়গা করে নেওয়া। দিল্লির জার্সিতে বাকি যে কটা ম্যাচ আছে, তাতে ভাল প্রদর্শন করা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Prithvi Shaw house : তরুণ তারকা পৃথ্বীর নতুন বাড়ির দাম শুনলে ঘুম উড়ে যাবে! জানেন কত?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement