Deepika, Ranveer | IPL team: আইপিএলে নতুন দল কিনতে আগ্রহী রণবীর-দীপিকা, দাবি সূত্রের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Deepika Padukone, Ranveer Singh set to bid for new IPL team: শোনা যাচ্ছে, দীপিকা এবং রণবীর অন্য কোনও সংস্থার সঙ্গে মিলে আইপিএলের দল কেনার জন্য দরপত্র জমা দিতে পারেন।
মুম্বই: আইপিএলের নয়া দল কিনতে আগ্রহী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ একটি সংস্থার সঙ্গে জোট বেঁধে আইপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজির বিডে আগ্রহী এই তারকা দম্পতি (Deepika Padukone, Ranveer Singh set to bid for new IPL team)।
আইপিএলে এবার দলের সংখ্যা বাড়তে চলেছে ৷ আটটির বদলে ১০টি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে ৷ এই খবর অনেক আগেই পাওয়া গিয়েছিল ৷ এখন প্রশ্ন হল, কোন দুটি নতুন দল আসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে রয়েছে ৷ এরই মধ্যে সূত্রের খবর, আইপিএলে নতুন দল কিনতে পারেন দীপিকা-রণবীর জুটি ৷
advertisement
২০ জন ক্রেতার মধ্যে অন্যতম নাম হতে পারে রণবীর ও দীপিকা। এই তারকা জুটি কয়েকটি সংস্থার মধ্যে অন্যতম যারা নতুন আইপিএল দলের জন্য বিড করতে পারেন। শোনা যাচ্ছে, দীপিকা এবং রণবীর অন্য কোনও সংস্থার সঙ্গে মিলে আইপিএলের দল কেনার জন্য দরপত্র জমা দিতে পারেন।
advertisement
এদিকে আইপিএলের নতুন দুটি দল কোন কোন শহর থেকে হবে, তা নিয়েও চলছে জোর জল্পনা ৷ আহমেদাবাদ এবং লখনউ এ ব্যাপারে বাকিদের থেকে এখন এগিয়ে রয়েছে ৷ তবে লড়াইয়ে রয়েছে অন্যান্য বেশ কয়েকটি শহর বলেও জানা গিয়েছে ৷
advertisement
দুটি নতুন দল কেনার জন্য বিডিং প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। বিডে সর্বোচ্চ দুই দরদাতা নতুন দলের মালিকানা পাবে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই নতুন দলের মালিক হওয়ার জন্য দরপত্র চেয়েছে। দরপত্রের দাম রাখা হয়েছিল কর ছাড়া ১ কোটি ১০ লক্ষ টাকা। আগ্রহীদের প্রথমে ৫ অক্টোবরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছিল। পরে সময়সীমা বাড়িয়ে ২০ অক্টোবর করা হয়। জানা গিয়েছে, ২০টি দরপত্র জমা পড়েছে। তাতে দীপিকা-রণবীরের দরপত্রও রয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2021 2:50 PM IST