• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • কোটলায় ম্যাচ দেখতে বিরাটের মা-কে আমন্ত্রণ

কোটলায় ম্যাচ দেখতে বিরাটের মা-কে আমন্ত্রণ

প্রথমবার মাঠে গিয়ে ছেলের ব‍্যাটিং দেখতে পারেন বিরাট কোহলির মা।

প্রথমবার মাঠে গিয়ে ছেলের ব‍্যাটিং দেখতে পারেন বিরাট কোহলির মা।

প্রথমবার মাঠে গিয়ে ছেলের ব‍্যাটিং দেখতে পারেন বিরাট কোহলির মা।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি: প্রথমবার মাঠে গিয়ে ছেলের ব‍্যাটিং দেখতে পারেন বিরাট কোহলির মা। কোটলায় ম‍্যাচ দেখার জন্য বিরাটের মা সরোজ কোহলিকে আমন্ত্রণ জানিয়েছে ডিডিসিএ। একইসঙ্গে খেলা দেখার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মাকে। সেক্ষেত্রে নিজের শহরে প্রথমবার বিরাটকে ভারতের নীল জার্সিতে দেখতে পাবেন মা এবং কোচ।

  কোটলায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ভারত বনাম নিউজিল‍্যান্ড সিরিজের দ্বিতীয় একদিনের ম‍্যাচ। কিছুদিন আগেই মা-কে শ্রদ্ধা জানিয়ে একটি বিজ্ঞাপনের শ‍্যুটিংয়ে অংশ নেন বিরাট। আর কোচ রাজকুমারকে উপহার দেন একটি নতুন গাড়ি।

  কোটলা ওয়ান ডে ঘিরে খবর দু’টো। এক, সুরেশ রায়না। যিনি এ দিন প্র্যাকটিস করলেও শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হল যে, দিল্লিতেও রায়নার নামা সম্ভব হচ্ছে না। তিনি এখনও সম্পূর্ণ সুস্থ নন। এছাড়া কোটলার উইকেট নিয়েও একটা চিন্তার কারণ রয়েছে । কোটলা বাইশ গজের যা নির্যাস তাতে ভাল রান ওঠারই সম্ভাবনা বেশি।  আইপিএল নাইনে সেরা মাঠ ও পিচের পুরস্কার পাওয়ার পর ডিডিসিএ থেকে বলা হয়েছিল যে, মাঠকর্মীদের পুরস্কারের টাকা দেওয়া হবে। যদিও সেটা আজ পর্যন্ত তা হয়নি।

  First published: