মহেশের দল থেকে বাদ লিয়েন্ডার !

Last Updated:

লিয়েন্ডার পেজের বদলে রোহন বোপান্নাকেই শেষপর্যন্ত বেছে নিলেন দলের নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি ৷

#বেঙ্গালুরু: উজবেকিস্তানের বিরুদ্ধে ভারতের আসন্ন ডেভিস কাপ টাইয়ের জন্য লিয়েন্ডার পেজের বদলে রোহন বোপান্নাকেই শেষপর্যন্ত বেছে নিলেন দলের নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি ৷ হাঁটুর চোটের জন্য ইউকি ভামব্রি দল থেকে ছিটকে যাওয়ার পর লিয়েন্ডারের দলে ঢোকার একটা সম্ভাবনা তৈরি হয় ৷ কারণ ডাবলসের জন্য রিজার্ভে রাখা হয়েছিল লিয়েন্ডার এবং বোপান্না দু’জনকেই ৷ শেষপর্যন্ত ৪৩ বছরের লিয়েন্ডার নয়, বোপান্নাকেই ডাবলসের জন্য বেছে নিলেন ভূপতি ৷
লিয়েন্ডার শেষবার ডেভিস কাপ টাইয়ে নেমেছিলেন গতবছর ৷ কিন্তু র‍্যাঙ্কিংয়ে লিয়েন্ডারের থেকে বর্তমানে অনেক এগিয়ে রোহন বোপান্না ( এটিপি র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ২১ নম্বর) ৷ ডাবলসে দেশের সেরা প্লেয়ার এখন তিনিই ৷ তাই এন শ্রীরাম বালাজির সঙ্গে ডাবলস টাইয়ে বোপান্নাই নামবেন কোর্টে ৷ উজবেকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের বাকি দুই সদস্যরা হলেন রামকুমার রামানাথান এবং প্রজনেশ গুন্নেশ্বরন ৷ শুক্রবার থেকে রবিবার (৬-৯ এপ্রিল) পর্যন্ত চলবে ভারত-উজবেকিস্তান টাই ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মহেশের দল থেকে বাদ লিয়েন্ডার !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement