ভয় পেতে হবে না আফ্রিদিকে, ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে বিস্ফোরক প্রাক্তন তারকা

Last Updated:

‘‘ শাহিন আফ্রিদি ফুলার বল করতে ও বল সুইং করতে দেখবেন। তাই তাঁদের এর জন্য প্রস্তুত থাকতে হবে।সূর্যকুমারের কাছ থেকে শিখতে হবে৷ ’’

Ind vs Pak in Asia Cup
Ind vs Pak in Asia Cup
#নয়াদিল্লি:  ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে উৎসাহের পারদ চড়ছে৷  এশিয়া কাপ ২০২২  শুরু হচ্ছে  ২৭ অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে হবে। এবারের টি টোয়েন্টি ফর্ম্যাটের এশিয়া কাপ টুর্নামেন্টের মূল রাউন্ডে খেলবে ৬টি দল। ২৮ অগাস্ট গ্রুপ রাউন্ডের ম্যাচটি হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতেই হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ সেখানের পর  প্রথমবারের মত কোনও আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
সেই টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে শুরুতেই মেরুদণ্ড ভেঙে দিয়েছিল পাকিস্তান৷  সেই কাণ্ড ঘটিয়েছিলেন বাঁহাতি ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। তিনি তাঁর প্রথম ২ ওভারে রোহিত শর্মা এবং কেএল রাহুলকে আউট করে দিয়েছিলেন। পরে বিরাট কোহলির উইকেটও নেন তিনি। সেই ম্যাচে পাকিস্তান জিতেছিল ১০ উইকেটে। সেটাই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে সাফল্য পায় পাকিস্তান দল।
advertisement
advertisement
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়া টিম ইন্ডিয়াকে শাহিন আফ্রিদিকে ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে বলেছেন-  “শাহিন আফ্রিদিকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ রোহিত শর্মাও  বিরাট কোহলি বিশ্বমানের ব্যাটসম্যান।তাঁদের শুধু জানতে হবে শাহিন আফ্রিদি ফুলার বল করতে ও বল সুইং করতে দেখবেন। তাই তাঁদের এর জন্য প্রস্তুত থাকতে হবে।সূর্যকুমারের কাছ থেকে শিখতে হবে৷ ’’
advertisement
তিনি বলেন, ‘‘ভারতীয় ব্যাটসম্যানদের এই ধরণের বল শরীরের কাছাকাছি খেলতে হবে। স্কোয়ার লেগে সূর্যকুমার যাদবের ফ্লিক শটও শাহিন আফ্রিদির বোলিংয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।’’ এমন পরিস্থিতিতে সব ভারতীয় ব্যাটসম্যানদেরই তাঁদের কাছ থেকে শিক্ষা নিতে হবে৷
advertisement
সাধারণত সবসময়েই বাঁহাতি বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা কিছুটা বিপাকে পড়েন। সাম্প্রতিককালে  ইংল্যান্ডের টপলি এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাককয়ের বোলিং ফেস করতেও অসুবিধা হয়েছে ভারতীয় ক্রিকেটারদের৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভয় পেতে হবে না আফ্রিদিকে, ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে বিস্ফোরক প্রাক্তন তারকা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement