হোম /খবর /খেলা /
#CWC2019: IND vs NZ: রোহিতের পার্টনার রাহুল, কে খেলবেন চার নম্বরে?

#CWC2019: IND vs NZ: রোহিতের পার্টনার রাহুল, কে খেলবেন চার নম্বরে?

Photo Courtesy- Twitter

Photo Courtesy- Twitter

  • Last Updated :
  • Share this:

    #ট্রেন্টব্রিজ : অস্ট্রেলিয়ার ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট। বিশ্বকাপে আপাতত নেই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। এরপরেই যে প্রশ্নটা উঠছে, তা হল নিউজিল্যান্ড ম্যাচে চার নম্বরে কে ? ওয়াকিবহাল মহলে মতে, ধাওয়ানের চোটে এটা নিশ্চিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতের পার্টনার কেএল রাহুল।

    তবে চার নম্বরে বিরাটের হাতে অপশন রয়েছে। যাঁর নাম সবার প্রথম উঠে আসছে, তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। যাঁকে এই জায়গায় খেলানোর কথা বিশ্বকাপের আগে থেকেই চলে আসছে। প্রাক্তনরা একমত, ওই জায়গাতে মাহি ছাড়া অন্য কোনও নাম হতে পারে না। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নেমে শতরান করেছিলেন প্রাক্তন অধিনায়ক।

    এরপরেও কোহলির হাতে থাকছেন হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, বিজয় শঙ্কর এবং দীনেশ কার্তিকের নাম। অস্ট্রেলিয়া ম্যাচে পিঞ্চ হিটার হিসেবে ক্লিক করেছেন পান্ডিয়া। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে খুশি সচিনের মতো প্রাক্তনও। তিনি চার নম্বরে হার্দিকেই চাইছেন। কিউই পেস অ্যাটাকের সামনে আবার বিরাট তুলে আনতে পারেন বিজয় শঙ্করকেও। ফলে সব সম্ভাবনা মাথায় নিয়েই ট্রেন্ট ব্রিজে তৈরি টিম ইন্ডিয়া। অপেক্ষা এখন টসের।

    আরও দেখুন
    First published:

    Tags: ICC Cricket World Cup 2019, K.L Rahul, World Cup 2019, ক্রিকেট বিশ্বকাপ ২০১৯