হেরেও সমর্থকদের মন জিতল টাইগাররা, অজিদের বিরুদ্ধে সেঞ্চুরি পার্টনারশিপের নজির কাদের ? দেখে নিন

Last Updated:
অস্ট্রেলিয়া: ৩৮১/৫ (৫০ ওভার)
বাংলাদেশ: ৩৩৩ (৫০ ওভার)
৪৮ রানে জয়ী অস্ট্রেলিয়া
advertisement
#নটিংহ্যাম: স্কোরবোর্ড হয়তো বলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে হার বাংলাদেশের ৷ কিন্তু ৩৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে এদিন যে লড়াইটা বাংলাদেশি ব্যাটসম্যানরা করলেন, তা মন জয় করে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের ৷
advertisement
ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ ৷ কিন্তু সাকিব যে ফর্মে রয়েছেন, তাতে বাংলাদেশি সমর্থকরা এদিনও  তাঁর কাছ থেকে একটা বড় রানের ইনিংসই আশা করছিলেন ৷ ব্যাট হাতে ছন্দ পেয়েই গিয়েছিলেন সাকিব ৷ কিন্তু স্টয়নিসের বল ঠিকমতো বুঝতে না পেরে মিড অফে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে বসেন ৷ যদিও বাংলাদেশের লড়াই এখানেই শেষ হয়নি ৷ বরং লড়াইয়ের শুরু বলা যেতে পারে ৷ প্রথমে ওপেনার তামিম ইকবাল (৬২) পরে মুশফিকুর-মাহমুদুল্লাহের ষষ্ঠ উইকেটে দুরন্ত জুটিই বাংলাদেশকে জয়ের প্রায় কাছাকাছি পৌঁছে দিয়েছিল ৷ ৫০ বলে ৬৯ রান করে মাহমুদুল্লাহ আউট হলেও এদিন নিজের সপ্তম ওয়ান ডে সেঞ্চুরিটা করে ফেলতে সফল মুশফিকুর রহিম ৷ তাঁর ইনিংসটি সাজানো ৯টি চার এবং ১টি ছক্কায় ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এর আগে মাত্র দু’বারই সেঞ্চুরি পার্টনারশিপ গড়ার নজির রয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের ৷ নিচে দেখে নিন সেই তালিকা ৷
advertisement
H Bashar/M Ashraful, Cardiff, 2005
I Kayes/S Nafees, Dhaka, 2011
M Rahim/Mahmudullah, Nottingham, 2019*
বাংলা খবর/ খবর/খেলা/
হেরেও সমর্থকদের মন জিতল টাইগাররা, অজিদের বিরুদ্ধে সেঞ্চুরি পার্টনারশিপের নজির কাদের ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement