স্টেডিয়ামে ছিল সমাজবিরোধীদের আড্ডা! আর চলবে না বেয়াদপি! কড়া বন্দোবস্ত
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Stadium: সমাজবিরোধীদের আড্ডা বাড়ছিল স্টেডিয়াম চত্বরে। এই বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।
দক্ষিণ দিনাজপুর :খেলোয়াড়দের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বালুরঘাট বিকাশ ময়দানে বসানো হল সিসিটিভি। এই প্রথম সিসিটিভি বসল স্টেডিয়ামে। খেলার মাঠ থেকে গোটা স্টেডিয়াম চত্বরে সিসিটিভি লাগানো হয়েছে।
সমাজবিরোধীদের আড্ডা বাড়ছিল স্টেডিয়াম চত্বরে। এই বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বৈঠকে বসে জেলা ক্রীড়া সংস্থা।
জানা গেছে, স্টেডিয়াম জুড়ে মোট ১৩ টি সিসিটিভি লাগানো হয়েছে ইতিমধ্যেই। প্রয়োজনে আগামী দিনে আরও সিসিটিভি লাগানো হবে বলে জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।
advertisement
প্রসঙ্গত, বর্তমানে স্কুল কলেজ থেকে বিভিন্ন সংস্থায় নিরাপত্তার কারণে সিসিটিভি লাগানো হয়ে থাকে। তবে এত দিন পর্যন্ত বালুরঘাট স্টেডিয়ামে কোন সিসিটিভি ছিল না।
advertisement
এদিকে সিসিটিভি না থাকার ফলে সন্ধ্যে নামতেই সমাজবিরোধীদের আড্ডা বাড়ছিল স্টেডিয়াম চত্বরে। এই বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বৈঠকে বসে জেলা ক্রীড়া সংস্থা।
আরও পড়ুন- খড়গপুরের টিটি, বাংলা জানেন! বাংলাদেশীরা একটুও বোঝেনি, বোকা বানান ধোনি
এবিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ বলেন, “প্রায় ৬০ হাজার টাকা ব্যায়ে স্টেডিয়ামে দুই দফায় ১৩ টি সিসিটিভি লাগানো হয়েছে। এর আগে স্টেডিয়ামে কোন সিসিটিভি ছিল না। কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েই এই সিসিটিভি লাগানো হয়েছে।”
advertisement
পাশাপাশি, বৈঠক সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় সমস্ত স্টেডিয়াম জুড়েই সিসিটিভি লাগানো হবে। এরপরই প্রথম দফায় ১১ টি ও পরে আরও দুটি সিসিটিভি লাগানো হয়। অফিস রুম থেকে গোটা স্টেডিয়াম এখন সিসিটিভির আওতায় রয়েছে।
এদিকে সিসিটিভি লাগানোর পর স্টেডিয়াম চত্বরে সমাজ বিরোধীদের আনাগোনা বন্ধ হয়েছে বলে দাবি স্টেডিয়াম কর্তৃপক্ষের।
সামনেই বিভিন্ন খেলার মরসুম রয়েছে৷ বাইরে থেকে খেলোয়াড় আসে। পুরুষদের পাশাপাশি মহিলা খেলোয়াড় রয়েছে। তাদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা যাবে স্টেডিয়ামে সিসিটিভি লাগানোর ফলে।
advertisement
আরও পড়ুন- ‘ধোনি টাকা দিচ্ছে গরিবদের’, ভয়ঙ্কর ঘটনা মহিলার সঙ্গে, রক্ষা পেল না শিশুকন্যা
পুরুষদের পাশাপাশি মহিলা খেলোয়াড়দের নিরাপত্তা জরুরি। সিসিটিভি অফিসের পাশাপাশি খেলার মাঠেও রয়েছে৷ এখন ঘরে বসেই স্টেডিয়ামের কোথায় কি হচ্ছে তা দেখা যাচ্ছে ও রেকর্ড থাকছে। এর ফলে অপ্রীতিকর ঘটনা ঘটানোর সাহসও সহজে কেউ পাবে না।
advertisement
সুস্মিতা গোস্বামী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 6:00 PM IST