CSK vs KKR: জাদেজার ব্যাটিং জাদুতে IPL 2021-র দ্বিতীয় পর্বে প্রথম হার KKR-র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএল ২০২১-র (IPL 2021) দ্বিতীয় পর্বের সিএসকে-র (CSK vs KKR) বিরুদ্ধে ম্যাচে হারল কেকেআর৷
#আবুধাবি : ধোনি আউট হতে আশায় বুক বেঁধেছিল কেকেআর (KKR) ফ্যানরা৷ দ্বিতীয়পর্বে জয়ের হ্যাটট্রিকটা হয়ে যাবে মনে হচ্ছিল এমনটাই৷ কিন্তু একটা প্রসিদ্ধ কৃষ্ণার জঘন্য ওভার এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) একেবারে জাদ্দু স্টাইলের ইনিংস কেকেআরের জয়ের গন্ধের গুড়ে একেবারে বালি পড়ে গেল৷ শেষ ওভারে একেবার মরিয়া একটা চেষ্টা করেছিলেন কিন্তু শেষ বলে কোনও ভুল করে জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দেন দীপক চাহার৷ ফলে আইপিএল ২০২১-র (IPL 2021) দ্বিতীয় পর্বের সিএসকে-র (CSK vs KKR) বিরুদ্ধে ম্যাচে হারল কেকেআর৷
রবিবার দুপুরে আবুধাবিতে আসর বসেছিল সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR) আইপিএল ২০২১-র (IPL 2021) ম্যাচের৷ এদিনের আগে দ্বিতীয় পর্বের শুরুটা ধামাকা করেছিল শাহরুখ খানের নাইটরা৷ তাই মহেন্দ্র সিং ধোনির সিএসকে-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই ধরে নিয়েছিল কেকেআর (KKR) ফ্যানরা৷ এদিন প্রথমে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান৷
advertisement
advertisement
প্রথমে ব্যাট করতে নেমে শুরুর ওভারেই দুটি চার মেরে শুভমান গিল আশা বাড়িয়ে দিচ্ছেন যখন মনে হচ্ছিল ঠিক তখনই প্রথম ওভারেই রান আউট হয়ে প্যাকআপ হয়ে যায় তাঁর৷ এরপর অধিনায়ক ইয়ন মর্গ্যান ফের একটি ফ্লপ শো-র ইনিংস খেলেন৷ ১৪ বলে ৮ রান করে আউট হয়ে যান তিনি৷ রাহুল ত্রিপাঠি কিন্তু এদিন কোনও ভুল করেননি৷ তিনি নিজের সহজাত ক্রিকেট খেলেন৷ অন্যদিকে নীতিশ রাণার সঙ্গে জুটিতে দারুণ একটা ইনিংস খেলেন৷ একটুর জন্যে অর্ধশতরান মিস হয় রাহুল ত্রিপাঠি-র৷ তিনি ৩৩ বলে ৪৫ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৪ টি চার ও ১ টি ছয় মারেন তিনি৷ তাঁকে আউট করেন রবীন্দ্র জাদেজা৷
advertisement
আরও দেখুন - Watch Video: দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি, মঙ্গল-বুধেও দুর্যোগ, Purba Medinipur-এর উপকূলে সতর্কতা জারি করা হয়েছে
এদিকে তাঁর আউট হওয়ার মাসল রাসেল নেমেও খুব বড় কিছু করতে পারেননি৷ ১৫ বলে ২০ রান করেন তিনি৷ মারেন ২ টি চার ও ১ টি ছয়৷ এরপর নীতিশ রাণার সঙ্গে সঙ্গত দেন দীনেশ কার্তিক৷ তিনি ১১ বলে ২৬ রান করেন তিনি৷ আর নীতিশ রাণা অপরাজিত থাকেন ২৭ বলে ৩৭ রান করেন তিনি৷ ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান করে কেকেআর৷
advertisement
এদিকে রান তাড়া করতে নেমে সহজ ছন্দে শুরু করে সিএসকে৷ রতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু প্লেসি প্রথম উইকেটে ৭৪ রান করেন৷ রতুরাজ ২৮ বলে ৪০ রান করেন৷ তাঁর ইনিংস ছিল ২ টি চার ও ৩ টি ছয়৷ ৩০ বলে ৪৩ রান করেন ফ্যাফ ডু প্লেসি৷
এরপর মইন আলিও ৩২ রান করেন৷ কিন্তু এরপরেই একটু নড়বড়ে হয়ে যায় সিএসকে ইনিংস৷ কেকেআর বোলাররা পরপর বেশ কয়েকটি ব্রেকথ্রু দেন৷ রায়ডু, রায়না , ধোনি ফ্লপ৷ এই সময়েই কেকেআর ফ্যানরা আবার আশা করতে শুরু করেছিল টানা জয়ের ধারা বজায় রাখতে পারল কেকেআর৷ কিন্তু হল না একা রবীন্দ্র জাদেজায় রক্ষা হল না৷ তিনি ৮ বলে ২২ রানের একটি ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে যান৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2021 8:09 PM IST