CSK vs KKR: জাদেজার ব্যাটিং জাদুতে IPL 2021-র দ্বিতীয় পর্বে প্রথম হার KKR-র

Last Updated:

আইপিএল ২০২১-র (IPL 2021) দ্বিতীয় পর্বের সিএসকে-র (CSK vs KKR) বিরুদ্ধে ম্যাচে হারল কেকেআর৷

IPL 2021: CSK vs KKR match in UAE- Photo-File
IPL 2021: CSK vs KKR match in UAE- Photo-File
#আবুধাবি : ধোনি আউট হতে আশায় বুক বেঁধেছিল কেকেআর (KKR) ফ্যানরা৷ দ্বিতীয়পর্বে জয়ের হ্যাটট্রিকটা হয়ে যাবে মনে হচ্ছিল এমনটাই৷ কিন্তু একটা প্রসিদ্ধ কৃষ্ণার জঘন্য ওভার এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) একেবারে জাদ্দু স্টাইলের ইনিংস কেকেআরের জয়ের গন্ধের গুড়ে একেবারে বালি পড়ে গেল৷ শেষ ওভারে একেবার মরিয়া একটা চেষ্টা করেছিলেন কিন্তু শেষ বলে কোনও ভুল করে জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দেন দীপক চাহার৷ ফলে আইপিএল ২০২১-র (IPL 2021) দ্বিতীয় পর্বের সিএসকে-র (CSK vs KKR) বিরুদ্ধে ম্যাচে হারল কেকেআর৷
রবিবার দুপুরে আবুধাবিতে আসর বসেছিল সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR)  আইপিএল ২০২১-র (IPL 2021) ম্যাচের৷ এদিনের আগে দ্বিতীয় পর্বের শুরুটা ধামাকা করেছিল শাহরুখ খানের নাইটরা৷ তাই মহেন্দ্র সিং ধোনির সিএসকে-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই ধরে নিয়েছিল কেকেআর (KKR) ফ্যানরা৷ এদিন প্রথমে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান৷
advertisement
advertisement
প্রথমে ব্যাট করতে নেমে শুরুর ওভারেই দুটি চার মেরে শুভমান গিল আশা বাড়িয়ে দিচ্ছেন যখন মনে হচ্ছিল ঠিক তখনই প্রথম ওভারেই রান আউট হয়ে প্যাকআপ হয়ে যায় তাঁর৷ এরপর অধিনায়ক ইয়ন মর্গ্যান ফের একটি ফ্লপ শো-র ইনিংস খেলেন৷ ১৪ বলে ৮ রান করে আউট হয়ে যান তিনি৷ রাহুল ত্রিপাঠি কিন্তু এদিন কোনও ভুল করেননি৷ তিনি নিজের সহজাত ক্রিকেট খেলেন৷ অন্যদিকে নীতিশ রাণার সঙ্গে জুটিতে দারুণ একটা ইনিংস খেলেন৷ একটুর জন্যে অর্ধশতরান মিস হয় রাহুল ত্রিপাঠি-র৷ তিনি ৩৩ বলে ৪৫ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৪ টি চার ও ১ টি ছয় মারেন তিনি৷ তাঁকে আউট করেন রবীন্দ্র জাদেজা৷
advertisement
এদিকে তাঁর আউট হওয়ার মাসল রাসেল নেমেও খুব বড় কিছু করতে পারেননি৷ ১৫ বলে ২০ রান করেন তিনি৷ মারেন ২ টি চার ও ১ টি ছয়৷ এরপর নীতিশ রাণার সঙ্গে সঙ্গত দেন দীনেশ কার্তিক৷ তিনি ১১ বলে ২৬ রান করেন তিনি৷ আর নীতিশ রাণা অপরাজিত থাকেন ২৭ বলে ৩৭ রান করেন তিনি৷ ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান করে কেকেআর৷
advertisement
এদিকে রান তাড়া করতে নেমে সহজ ছন্দে শুরু করে সিএসকে৷ রতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু প্লেসি প্রথম উইকেটে ৭৪ রান করেন৷ রতুরাজ ২৮ বলে ৪০ রান করেন৷ তাঁর ইনিংস ছিল ২ টি চার ও ৩ টি ছয়৷ ৩০ বলে ৪৩ রান করেন ফ্যাফ ডু প্লেসি৷
এরপর মইন আলিও ৩২ রান করেন৷ কিন্তু এরপরেই একটু নড়বড়ে হয়ে যায় সিএসকে ইনিংস৷ কেকেআর বোলাররা পরপর বেশ কয়েকটি ব্রেকথ্রু দেন৷ রায়ডু, রায়না , ধোনি ফ্লপ৷ এই সময়েই কেকেআর ফ্যানরা আবার আশা করতে শুরু করেছিল টানা জয়ের ধারা বজায় রাখতে পারল কেকেআর৷ কিন্তু হল না একা রবীন্দ্র জাদেজায় রক্ষা হল না৷ তিনি ৮ বলে ২২ রানের একটি ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে যান৷
বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs KKR: জাদেজার ব্যাটিং জাদুতে IPL 2021-র দ্বিতীয় পর্বে প্রথম হার KKR-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement