ক্রোটদের বিরুদ্ধে আজ ড্র করলেই গ্রুপ সেরা স্পেন

Last Updated:

বিশ্বকাপের মিইয়ে থাকা ফর্ম পিছনে ফেলে স্পেন যেন ফের ফিরেছে তিকিতাকায়। একা ইনিয়েস্তাই চলতি ইউরোয় ১৭৭ টা পাস খেলেছেন।

#প্যারিস: ইনিয়েস্তা, র‍্যামোস, মোরাতা, নোলিতোরা দুরন্ত ছন্দে। প্রথম এগারোয় সুযোগই পাচ্ছেন না তোরেস, ফাব্রেগাস, পেড্রোর মতো খেলোয়াড়রা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ, মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি গত দু’বারের চ্যাম্পিয়নরা।
শেষ ষোলো নিশ্চিত। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে না হারলে গ্রুপ টপার হয়েই ইউরোর প্রি কোয়ার্টারে গত দুবারের চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্যায়ের পারফরম্যান্সই যদি মাপকাঠি হয় ৷ তাহলে ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, জার্মানিদের থেকে এগিয়ে থেকেই নক-আউটে ইনিয়েস্তারা। ছোট ছোট পাস, পেনিট্রেটিভ জোনে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে শেষ করে গোলের লকগেট খুলে ফেলা। সব দেখা গিয়েছে স্প্যানিশদের খেলায় ৷ যেন সোনার যুগ ফিরছে স্পেন ফুটবলে। তুরস্কের বিরুদ্ধে মোরাতার জোড়া গোল, নোলিতোর গোলে ফেরা। দাভিদ সিলভার স্কিমিং, ডিফেন্সে র‍্যামোসের চাইনিজ ওয়াল হয়ে ওঠা, মাঝমাঠে ইনিয়েস্তার লিডারশিপ। সব মিলিয়ে ইউরো সেরা হওয়ার হ্যাটট্রিকের পথে ঝলমল করছে লা রোজা।
advertisement
advertisement
2381592_w2
বিপক্ষ আবার একেবারেই শক্তিশালী নয় ৷ স্পেনের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড এমনিতেই খারাপ ক্রোয়েশিয়ার। শেষ পাঁচ সাক্ষাতে ক্রোটরা জয় পেয়েছে মাত্র একবার। কুঁচকির চোটে লুকা মদরিচের না থাকাটা যেন বেশি করে বেকায়দায় ফেলেছে ক্রোয়েশিয়াকে।
বিশ্বকাপের মিইয়ে থাকা ফর্ম পিছনে ফেলে স্পেন যেন ফের ফিরেছে তিকিতাকায়। একা ইনিয়েস্তাই চলতি ইউরোয় ১৭৭ টা পাস খেলেছেন। শেষ এগারো ম্যাচে স্প্যানিশরা গোল খেয়েছে মাত্র একটা। অপরাজিত রয়েছে ১৪ ম্যাচে। ইউরোয় এবার আর্মাডার গতিতেই এগোচ্ছে স্প্যানিশরা।
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রোটদের বিরুদ্ধে আজ ড্র করলেই গ্রুপ সেরা স্পেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement