`ব্রাজিলের থেকে আর্জেন্টিনার মারকুটে ফুটবলার বেশি' ! মেসিদের বিরুদ্ধে ফর্মুলা বদলাচ্ছে ক্রোয়েশিয়া

Last Updated:

Croatia coach Zlatko Dalic says applying Brazil formula against Argentina will not work in semi final. ব্রাজিল আর আর্জেন্টিনাকে আটকানো সমান নয়! বলছেন ক্রোয়েশিয়ার কোচ

ব্রাজিল আর আর্জেন্টিনাকে আটকানো সমান নয়! বলছেন ক্রোয়েশিয়ার কোচ
ব্রাজিল আর আর্জেন্টিনাকে আটকানো সমান নয়! বলছেন ক্রোয়েশিয়ার কোচ
#দোহা: ৪৮ ঘণ্টা আগে নেইমার, তিতে, এন্টনি, রাফিনহারা চোখের জল ফেলেছেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলার পর ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, কে ভাবতে পেরেছিল? ভক্ত থেকে ফুটবল পন্ডিত, সবাই ফেভারিট ধরেছিলেন ব্রাজিলকে। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু সব হিসেব গোলমাল করে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ক্রোয়েশিয়া।
দালিচের ছেলেরা বুঝিয়ে দিয়েছে ক্রোয়েশিয়াকে নিয়ে আগাম ভবিষ্যৎ বাণী চলে না। নিজেদের শক্তি এবং পরিকল্পনা অনুযায়ী তারা যে কোনও দলকে কাঁদিয়ে ছাড়তে পারে। কিন্তু সেমিফাইনালে এবার সামনে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার ম্যানেজার দালিচ বলে দিয়েছেন, ব্রাজিলের বিরুদ্ধে যে ফর্মুলায় জয় এসেছিল, সেটা কাজে লাগবে না আর্জেন্টিনার বিপক্ষে।
আরও পড়ুন - `রোনাল্ডো ফুটবলের আইকন, আমার হিরো'! বিদায় লগ্নে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট
দুটো দলের খেলার মধ্যে পার্থক্য অনেক। সম্পূর্ণ ব্যাখ্যা না করলেও দালিচ মনে করেন শারীরিক ফুটবল খেলার ব্যাপারে ব্রাজিলের থেকে এগিয়ে আর্জেন্টিনা। দলটার মারকুটে ফুটবলার বেশি। স্কিল এবং শক্তির ককটেল আছে মেসিদের দলে। তাই শুধু বড় শরীর দিয়ে আর্জেন্টিনাকে আটকানো যাবে না। জোনাল মার্কিং দিয়ে খেলতে হবে তাদের।
advertisement
advertisement
অতীতের তুলনায় এই আর্জেন্টিনা দলে মেসিকে রিটার্ন বল দেওয়ার খেলোয়াড় বেশি। ডে পল এবং লিওনার্দো পারেদেস মাঠের মাঝখানে গা জোয়ারি ফুটবল খেলে। ডিফেন্সে নিকোলাস ওটামেনডি চোরাগুপ্তা ফাউল করার ওস্তাদ। ব্রাজিল আক্রমনাত্মক ফুটবল খেলায় বিশ্বাসী। পালটা মার তাদের ধাতে নেই।
advertisement
দলিচ মনে করেন ক্রোয়েশিয়ার ফুটবলাররা নিজেদের মধ্যে মাঠে যত বেশি দূরত্ব কম রাখতে পারবে তত চাপে ফেলতে পারবে আর্জেন্টিনাকে। মেসি এখনও তাদের প্রধান ফুটবলার তাদের প্রধান ফুটবলার। কিন্তু পাশাপাশি আলভারেজ, লোতারও মার্টিনেজ প্রচন্ড বুদ্ধিদীপ্ত ফুটবল খেলছে।
লুকা মদ্রিচ, পেরিসিচ, কোভাসিচ ক্রোয়েশিয়ার বাকি ছেলেদের নিয়ে তিনি আর্জেন্টিনার ভিডিও এনালাইসিস করবেন জানিয়েছেন ডালিচ। তারপর মাঠে সেটা ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ থাকবে গতবারের রানার্স আপ দলের। চার বছর আগে কাতার বিশ্বকাপে এই আর্জেন্টিনার বিরুদ্ধে তিন গোলে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। সেই আর্জেন্টিনার থেকে এই দলটা অনেক বেশি তৈরি জানিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার হেড স্যার।
বাংলা খবর/ খবর/খেলা/
`ব্রাজিলের থেকে আর্জেন্টিনার মারকুটে ফুটবলার বেশি' ! মেসিদের বিরুদ্ধে ফর্মুলা বদলাচ্ছে ক্রোয়েশিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement