ঠিকানা বদলে আটলান্টিকের ধারে ২০০ কোটির নতুন রাজপ্রাসাদ বানাচ্ছেন রোনাল্ডো

Last Updated:

Cristiano Ronaldo will now pay out £17million to build his retirement home in Portugal. ঠিকানা বদলে আটলান্টিকের ধারে পর্তুগালে নতুন রাজপ্রাসাদ বানাচ্ছেন রোনাল্ডো

এই বাড়িতেই পরের বছর পরিবার নিয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
এই বাড়িতেই পরের বছর পরিবার নিয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
#লিসবন: শোনা যাচ্ছে তিনি নাকি তাড়াতাড়ি ছাড়তে চলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালির নাপোলি ক্লাবের সঙ্গে নাকি কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে। তবে লোনে তাকে ছাড়তে রাজি হয়েছে ইংল্যান্ডের ক্লাব। চ্যাম্পিয়নস লিগ খেলবেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
মারাদোনার পুরনো ক্লাবে তার যাওয়া নাকি সময়ের অপেক্ষা। এদিকে নিজ দেশ পর্তুগালে বিলাসবহুল বাড়ি বানাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই বাড়ির সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সামনে থাকা একটি গলফ কোর্স এবং সেটার কার পার্কিং। কিন্তু দ্রুতই সমস্যার সমাধান খুঁজে বের করে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার।
আরও পড়ুন - পরের ডার্বিতে আসল ইস্টবেঙ্গলকে দেখতে পাবেন, মোহনবাগানকে হুঁশিয়ারি স্টিফেনের
তিনি ঠিক করেছেন, আস্ত গলফ কোর্সটাই কিনে নেবেন এবং সেটিকে পুরোপুরি ধ্বংস করে দেবেন, যাতে বাড়ির সৌন্দর্য নষ্ট না হয়! পর্তুগালের লিসবনের কুইন্তা দে মারিনহাতে ১৭ মিলিয়ন পাউন্ড খরচ করে বিলাসবহুল বাড়ি তৈরি করছেন রোনালদো। ১২ হাজার স্কয়ার ফুটের সেই বাড়িতে বিলাসবহুল শোয়ার ঘর আছে, যেখান থেকে সহজেই আটলান্টিক মহাসাগর দেখা যাবে।
advertisement
advertisement
এছাড়া একাধিক সুইমিং পুল, গেমস রুম এবং বিলাসী জীবনের আরো অনেক সুবিধা আছে সেই বাড়িতে। আগামী বছর মা ডলোরেস, বান্ধবী জর্জিনা রদ্রিগেস এবং পাঁচ সন্তানকে নিয়ে সেই বাড়িতে উঠবেন রোনালদো। তবে যত সমস্যা সেই গলফ ক্লাব নিয়ে। সেই ক্লাব রোনালদোর বাড়ির সামনে মনোরম দৃশ্যকে বাধা দিচ্ছে।
advertisement
পাশাপাশি রোনালদোর বাড়ির সদস্যদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। রোনালদো তার আইনজীবীদের বলে দিয়েছেন গলফের মালিকের সঙ্গে আলোচনা করতে। গলফ কোর্স এবং গাড়ি রাখার জায়গা উভয়ই তিনি কিনে নিতে চান। সেটিকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে চান।
অন্যত্র যাতে এই গলফ কোর্স সরানো যায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কথা বলবেন তার আইনজীবীরা। পর্তুগিজ মহাতারকা রোনাল্ড এমনিতেই খুব সৌখিন মানুষ। আটলান্টিক মহাসাগরের ধারে তার এই নতুন বাড়ি সে কথাই তুলে ধরছে। মোটামুটি পরের বছর হয়ে যাবে তার ওই বাড়িতে যেতে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ঠিকানা বদলে আটলান্টিকের ধারে ২০০ কোটির নতুন রাজপ্রাসাদ বানাচ্ছেন রোনাল্ডো
Next Article
advertisement
Naushad Siddiqui Replies to Abhishek Banerjee: '৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব দিলেন নওশাদ! দক্ষিণ চব্বিশ পরগণা নিয়েও তৃণমূলকে হুঁশিয়ারি
'৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব নওশাদের!দক্ষিণ ২৪ পরগণা নিয়েও হুঁশিয়ারি
  • ভাঙড়ে জিততে মরিয়া অভিষেক৷

  • দক্ষিণ চব্বিশ পরগণায় ৩১-এ ৩১ করার টার্গেট৷

  • তৃণমূল শীর্ষ নেতাকে জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷

VIEW MORE
advertisement
advertisement