পরের ডার্বিতে আসল ইস্টবেঙ্গলকে দেখতে পাবেন, মোহনবাগানকে হুঁশিয়ারি স্টিফেনের

Last Updated:

East Bengal coach Stephen Constantine optimistic about positive outcome in next Kolkata Derby. পরের ডার্বিতে আসল ইস্টবেঙ্গলকে দেখতে পাবেন, মোহনবাগানকে হুঁশিয়ার স্টিফেনের

দ্রুত তৈরি করে নেব দলকে, বলে দিলেন স্টিফেন
দ্রুত তৈরি করে নেব দলকে, বলে দিলেন স্টিফেন
#কলকাতা: ডার্বির হার অতীত। ডুরান্ড কাপে লাল-হলুদের কোনও আশা নেই। শনিবার মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে কাঙ্ক্ষিত জয়ের অপেক্ষায় কমলজিৎরা। প্রাচীন টুর্নামেন্টে সম্মানজনক সমাপ্তি করতে প্রত্যয়ী ইস্টবেঙ্গল। প্রায় তিনদিন পর নিজেদের মাঠে অনুশীলন করলেন লিমারা। মাঠের একটা অর্ধে সিচুয়েশন প্র্যাকটিস করান স্টিফেন। বাঙালি ডিফেন্ডার সার্থক গোলুই অনেকটাই ফিট হয়ে গিয়েছেন। তাঁকে এদিন পরখ করে নেন বিদেশি কোচ।
আরও পড়ুন - প্রেম থেকে উদ্যাম যৌনতা! শাকিরার সঙ্গে নাদালের সম্পর্কে তোলপাড় দুনিয়া
কনস্টানটাইনকে চিন্তায় রেখেছে গোলমুখে ব্যর্থতা। মাঠে জড় হওয়া সমর্থকদের অভিযোগের তির ফরোয়ার্ড এলেয়ান্দ্রো ও সুমিত পাসির দিকে। উল্লেখ্য, আক্রমণ জোরদার করতে এদিন ইস্টবেঙ্গল সই করিয়েছে ২৯ বছর বয়সি মণিপুরি স্ট্রাইকার থংখোসিয়েম (সেমবই) হাওকিপকে। গতবার আইএসএলে লাল-হলুদ জার্সি গায়ে তাঁর নামের পাশে রয়েছে দু’গোল। একদা বেঙ্গালুরু এফসি’র হয়ে জিতেছেন আইএসএল। তাঁর মোট গোল সংখ্যা ৮।
advertisement
advertisement
advertisement
ডার্বিতে হারলেও সমর্থকদের মুখে স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজের প্রশংসা শোনা গেল। কর্তারা ডার্বির ফলে খুশি। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, এই দলে অধিনায়ক শৌভিক চক্রবর্তী ছাড়া কারও ডার্বি খেলার অভিজ্ঞতা নেই। কমদিনের প্রস্তুতিতে দলের পারফরম্যান্স সন্তোষজনক।
কোচও উদারমনা। তাঁর ইতিবাচক দিক, ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা সবার থেকে সাজেশন চাইছেন। ক্লাবের বাইরে একটা সাজেশন বক্স বসানো হয়েছে। ষষ্ঠ বিদেশি হিসেবে স্প্যানিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডন লুইস ও’দোহার্তি শীঘ্রই কলকাতায় আসছেন।
advertisement
স্টিফেন কনস্ট্যানটাইন মনে করেন এরপর মোহনবাগানের বিরুদ্ধে পরের ডার্বি যখন হবে, তখন ইস্টবেঙ্গলকে খেলা সহজ হবে না। ততদিনে স্বদেশী এবং বিদেশি মিলিয়ে দলটাকে তৈরি করে নেবেন তিনি।
বাংলা খবর/ খবর/খেলা/
পরের ডার্বিতে আসল ইস্টবেঙ্গলকে দেখতে পাবেন, মোহনবাগানকে হুঁশিয়ারি স্টিফেনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement