Ronaldo: রোনাল্ডো আজ রাতে ২০০ ম্যাচ খেলবেন পর্তুগালের জার্সিতে! মেসিকে খোঁচা পর্তুগিজের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লিসবন: আজ আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন রোনালদো। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পর্তুগিজ মহাতারকা রোনালদো কথাও বললেন ঠিক নিজের মতো করেই। তাঁর দাবি, তিনি রেকর্ডের পেছনে কখনোই ছোটেননি, বরং রেকর্ডই তাঁর পিছু নিয়েছে। কাতার বিশ্বকাপের পর ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার আরও লম্বা হবে কি না, তা নিয়ে শঙ্কা ছিল।
তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে রোনালদো জাতীয় দলে খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। ফার্নান্দো সান্তোসের পরিবর্তে পর্তুগালের নতুন কোচ হয়ে আসা রবার্তো মার্তিনেজও রোনালদোর ওপর আস্থা রেখেছেন। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গতকালের সংবাদ সম্মেলনেও রোনালদোকে বেশ আত্মবিশ্বাসীই মনে হয়েছে, পর্তুগাল জাতীয় দলে খেলার আশা আমি কখনো ছেড়ে দেব না। কারণ, এটা একটা স্বপ্ন।
advertisement
advertisement
২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রমাণ করে, আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য। ৩৮ বছর বয়সী রোনালদো সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন গত মার্চে, লিখটেনস্টেইনের বিপক্ষে।
advertisement
🚨 Cristiano Ronaldo avant son 200ème match en sélection :
« 200 matchs, ça montre l’amour pour le pays. Je n’abandonnerai pas car c’est un honneur pour moi de représenter le Portugal, tant que je me sens bien et que les gens aiment me voir, je n’abandonnerai pas mon pays. » 🇵🇹 pic.twitter.com/Pv96zid9IQ
— Paulinhooo l’aigri (@PaulPoguy) June 19, 2023
advertisement
এর আগে এই রেকর্ড ছিল কুয়েতের ফুটবলার আল মুয়াতার (১৯৬)। পর্তুগালের কোচ মার্তিনেজ বলছেন, রোনালদোর এই রেকর্ড পর্তুগিজ ফুটবলের জন্যই গর্বের, একজন ফুটবলার ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলছে, এই রেকর্ড অনন্য। এটা পর্তুগিজ ফুটবলের জন্যই গর্বের।
লিওনেল মেসি বিশ্বকাপ জিতলেও রোনাল্ডো পারেননি। এই নিয়ে তাকে এদিক-ওদিক কম কথা শুনতে হয় না। রোনালদো পাল্টা বলে রাখলেন আমি কিন্তু পরের বিশ্বকাপ খেলব। এখনই বলে দিচ্ছি। সবাই কিন্তু বলতে পারছে না। তার ইঙ্গিত যে মেসির দিকে সেটা সবাই বুঝেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 5:26 PM IST