সিআরসেভেনের নতুন ‘পোজ’ এখন ভাইরাল, সেটা কী দেখে নিন.....
Last Updated:
একটা হ্যাটট্রিক। তাতেই গ্লোবাল সেলিব্রেশন। বিশ্বফুটবলে এখন সিআর সেভেন দ্য থিঙ্কার।
#মাদ্রিদ: একটা হ্যাটট্রিক। তাতেই গ্লোবাল সেলিব্রেশন। বিশ্ব ফুটবলে এখন সিআর সেভেন দ্য থিঙ্কার। অগাস্টিন রবিনের বিখ্যাত ভাস্কর্যকে নকল করে তাঁর পোজ এখন ভাইরাল।
শনিবার রাতে তাঁর হ্যাটট্রিকেই ডার্বি জিতেছে রিয়াল মাদ্রিদ। গত তিন মরসুম দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে আটকে যাওয়ার পর জিদান তাকিয়ে ছিলেন রোনাল্ডোর দিকে। আর হ্যাটট্রিক করে বিখ্যাত নয়। বরং সিআর সেভেন দ্য থিঙ্কার।
ষোড়শ শতকে অগাস্টিন রবিনের এই ভাস্কর্য বিখ্যাত হয়েছিল ইউরোপে। রোনাল্ডো পোজে তা গ্লোবাল হল। তাই ডার্বি জয়ের পর কখনও তিনি টাইটেনিকের মাথায়, কখনও হিটলারের সঙ্গে এক টেবিলে, আবার কখনও সুমো রেসলার সামনে। সবার সঙ্গেই ডার্বি জয়ের অভিনব উচ্ছ্বাস শেয়ার করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই উল্লাসের মধ্যেও মেসির সঙ্গে দ্বৈরথও তুলে ধরলেন। আর এ সবের মধ্যেই সিনিয়র রোনাল্ডোকে নকল করলেন জুনিয়র রো।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2016 4:18 PM IST