‘ক্যায়সে কাটে দিন-রাত’ - হার্দিককে শূন্য করে দিয়ে ছেলেকে নিয়ে কোথায় চলে গেলেন স্ত্রী নাতাশা, সুপার ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cricketer Love Life: কী হবে হার্দিকের, শুধু স্ত্রী নয় দেশ ছেড়ে চলে গেল ছেলেও!
মুম্বই: ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ রোজই খবরের শিরোনাম ছিনিয়ে নিচ্ছেন৷ তাঁদের সম্পর্ক ঠিক কী জায়গায় রয়েছে তা নিয়ে মুখ না খুললেও সম্পর্ক যে বেশ জটিল জায়গায় রয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ একদিন আগেই সুটকেস গোছানোর ফটো পোস্ট করেছিলেন হার্দিকের স্ত্রী নাতাশা৷ এবার সামনে এল তাঁর এয়ারপোর্টের ভিডিও৷ তাঁদের সম্পর্ক বিচ্ছেদের পথেই যাচ্ছে এই খবরেই নাকি সিলমোহর দিচ্ছে নাতাশার এই পদক্ষেপ৷ দু-জনের মধ্যে কিছু একটা গণ্ডগোল রয়েছে এবং সে কারণেই তাঁরা বেশ কয়েক মাস ধরে আলাদা থাকছেন।
হার্দিকের ভাইয়ের একটি পোস্টের পরে, তাঁদের বিবাহবিচ্ছেদের খবর বেগ পেতে হয়েছিল এবং তারপরে ক্রিকেটারের জীবনে আসা মিস্ট্রি গার্ল বিবাহবিচ্ছেদের খবরকে আরও ইন্ধন যোগায়।
হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের মধ্যে কী হয়েছে? ভক্তরাও জানতে চান। বিবাহবিচ্ছেদের খবরের মধ্যে, নাতাশা স্ট্যানকোভিচকে এখন ছেলে অগস্ত্যের সাথে মুম্বই বিমানবন্দরে দেখা গেছে। তার এই ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে।
advertisement
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
বিমানবন্দরের ভিডিও ভাইরাল
সেলেব পাপারাজ্জি ভাইরাল ভায়ানি একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে নাতাশাকে তাঁর ছেলে অগস্ত্য এবং তাঁদের কেয়ারগিভারের সঙ্গে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে নাতাশা গাড়ি থেকে নামছেন এবং সঙ্গে রয়েছে একাধিক লাগেজ৷ নাতাশার সঙ্গে রয়েছে ছেলে অগস্ত্য৷ তিনি যাওয়ার সময়ে প্যাপসকে শুভেচ্ছা জানায় এবং হেসে তাঁকে বাই করেন৷
advertisement
এই ভিডিও দেখার পর ফ্যানদের মনে প্রশ্ন নাতাশা কোথায় যাচ্ছেন। তাঁর লাগেজ দেখে ফ্যানদের অনুমান যে তিনি সম্ভবত চিরতরে ভারত ছাড়ছেন। কেউ কেউ বলছেন, সম্পর্কের উন্নতি হচ্ছে না, হয়তো সে কারণেই এই সিদ্ধান্ত৷ তবে তিনি আবার লিখেছেন যে তিনি হয়তো তাঁর ছেলেকে নিয়ে ছুটিতে যাচ্ছেন। নেটিজেনদের ধারণা যে নাতাশা সম্ভবত সার্বিয়ায় তাঁর বাবা-মায়ের বাড়িতে যাচ্ছেন।
advertisement
ওয়ালপেপারে বিশেষ মানুষের ফটো
বিমানবন্দরে নাতাশার যে জিনিসটি নজর কেড়েছিল তা হল তাঁর ফোনের ওয়ালপেপার বা স্ক্রিন। নাতাশা তাঁর ফোনে তাঁর হৃদয়ের টুকরো ছেলে অগস্ত্যের ফটো ওয়ালপেপার হিসেবে রেখেছেন। হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে, তাকেঁ তার ছেলের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেছে৷ এভাবেই নিজেকে ঠিক রাখতে চেষ্টা করছেন নাতাশা৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2024 10:44 AM IST