ধোনির সিটে কেউ বসেন না, সিক্রেট আউট করে স্পেশাল ভিডিও চাহালের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
জানালেন আরও গোপন ইচ্ছার কথাও
#অকল্যান্ড:  এমএস ধোনি - এই নামটা ভারতীয় ক্রিকেটে একটা অধ্যায় ৷ ভারতের অন্যতম সফল অধিনায়ক বলুন বা ক্যাপ্টেন কুল তাঁর জায়গা থাকবে সোনার সিংহাসনেই ৷ ধোনির ফ্যান -রাই শুধু এটা ভাবেন না তা নয় ৷ ভারতীয় দলেও ধোনির জায়গা একইভাবে অক্ষুন্ন রয়েছে টিমবাসে ৷
যজুবেন্দ্র চাহাল এখন দারুণভাবে ফেমাস তাঁর বিখ্যাত চাহাল টিভি-র জন্যে ৷ বিভিন্ন সময়ে ক্রিকেটারদের ইন্টারভিউ নেওয়া থেকে শুরু দলের নানারকম মজার কর্মকাণ্ড তাঁর টিভিতেই দেখা যায় ৷ সেই এপিসোডেই যোগ হল এই নয়া সংযোজন ৷ এবার বিসিসিআই ক্রিকেটার যে বার্ষিক চুক্তির লিস্ট দিয়েছে তাতে ঠাঁই হয়নি মহেন্দ্র সিং ধোনির ৷বিশ্বকাপের পর থেকে আর কোনও আন্তর্জাতিক ম্যাচে খেলেননি মাহি ৷ তারওপর এই চুক্তিপত্রে জায়গা না পাওয়া ৷ ফলে সবমহলেই গুঞ্জন তাহলে কি মাহির অধ্যায় ভারতীয় ক্রিকেটে শেষ হয়ে গেল ৷
advertisement
advertisement
কিন্তু চাহাল জানিয়েছেন ধোনির উপস্থিতি সর্বত্র ৷ টিম বাসে সাধারণত প্রতিটা ক্রিকেটারের নিজেদের জন্য বরাদ্দ সিট থাকে ৷ আর প্রতিটা ক্রিকেটার সেখানেই বসেন ৷ ধোনি টিম বাসে সবসময় একদম বাঁদিকে পিছনের সিটে বসতেন ৷ চাহাল নিজের ভিডিওতে জানিয়েছেন মাহির জন্য বরাদ্দ সিট এখনও ফাঁকা, এখনও কেউ সেই সিটে বসেন না ৷
advertisement
পাশাপাশি চাহাল এও বলেছেন তাঁর চাহাল টিভিতে সকলের ইন্টারভিউ হলেও ধোনির কোনও সাক্ষাৎকার হয়নি , কিন্তু ধোনি কথা দিয়েছেন সেই ইন্টারভিউ হবেই ৷ দেখে নিন চাহালের সেই ভিডিও ৷
"This is the seat where a legend used to sit, Mahi bhai. No one sits here now. We all miss him a lot." - Chahal on MSDhoni corner seat #MSDhoni #Mahi #Dhoni #NZvIND @BleedDhonism @msdfansofficial @DHONIism pic.twitter.com/ZyUJRbDuka
— Mahirat 🤹 (@GOATKingKohli) January 28, 2020
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2020 4:43 PM IST


