কালো ক্রপটপে যৌবন বাঁধ মানে না, ধনশ্রীর নাচ পর্দার পিছন থেকে লুকিয়ে দেখছেন খোদ স্বামী

Last Updated:

ধনশ্রীর নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা৷

#মুম্বই: টিম ইন্ডিয়ার ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) আর তাঁর স্ত্রী ধনশ্রী ভর্মা (Dhanashree Verma)  সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ৷ তাঁদের ফলোয়ারও প্রচুর৷ যে সব সেলিব্রিটি কাপলদের মানুষ সবচেয়ে বেশি ফলো করা হয় যাঁদের তাঁদের মধ্যে অন্যতম এঁঁরা৷ এই দুজনের জীবনও রোমান্সে ভরা৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভিডিও সুপারহিট৷ ধনশ্রী নিজের ডান্স ভিডিও আর যুজবেন্দ্র চাহাল নিজের মজার ভিডিও দিয়ে সকলের মন জিতে নেন৷
সবে সবেই ধনশ্রী নিজের নতুন একটি ডান্স ভিডিও শেয়ার করেছেন৷ এই নাচ আবার পর্দার পিছন থেকে দেখছেন চাহাল৷
ধনশ্রী ভর্মা নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন৷ স্বভাবসিদ্ধ ভাবেই নিজের শরীরি আন্দোলনে ফের একবার তুফান তুলেছেন তিনি৷ এটা অবশ্য তাঁর জন্য কোনও নতুন কথা নয়৷ কিন্তু ফ্যানরা এই ভিডিওতে বাড়তি মজা পেয়েছেন কারণ এতে দেখা যাচ্ছে স্ত্রী সামনে নাচছেন আর পর্দার পিছনে দাঁড়িয়ে সেটা দেখছেন যুজবেন্দ্র চাহাল৷ আসলে পর্দার পিছনে তাঁদের পোষ্যরাও নাচছে আর সবার নাচই দেখছেন ভারতীয় দলের এই ক্রিকেটার৷
advertisement
advertisement
advertisement
পর্দার পিছন থেকে চাহালের প্রতিবিম্ব সকলের দৃষ্টি আকর্ষণ করছে৷ ভিডিও শেয়ার করে ধনশ্রী ক্যাপশন দিয়েছেন , জব আপকে পাস সবসে আচ্ছে দর্শক হো, যো আপকো দেখ রাহা হো, ও কহতে হ্যায় ঘর সে কাম করো, ইস তরহ ওয় মেরে ভিডিও মে দেখনা চাহতা হ্যায়- অর্থাৎ যখন আপনার কাছে সবচেয়ে ভালো দর্শক আছে আর সে ঘর থেকে কাজ করছে আর আমার ভিডিও দেখতে চাইছে৷
advertisement
ধনশ্রী আসলে পেশাদার নৃত্যশিল্পী এবং চিকিৎসক৷ এই ভিডিওতে চাহাল নিজের ইমোজি রিয়েকশন দিয়েছেন এই ভিডিও পোস্টে৷
গত বছর ডিসেম্বর মাসে বিয়ে সারেন এই সেলেব কাপল৷ এই দুজন বেশ কিছুদিন প্রেম করার পর নিজেদের সম্পর্কের কথা সামনে আনেন৷ ধনশ্রী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে স্বামীর দলকে সমর্থণ করে নাচ করতেন৷ হঠাৎ করেই আইপিএল শেষ হয়ে গেছে৷ এবারের আইপিএলে আরসিবি ভালো পারফর্ম করলেও চাহালের ব্যক্তিগত পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না৷
বাংলা খবর/ খবর/খেলা/
কালো ক্রপটপে যৌবন বাঁধ মানে না, ধনশ্রীর নাচ পর্দার পিছন থেকে লুকিয়ে দেখছেন খোদ স্বামী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement