Cricket world Cup 2023: মোদি, শাহ সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি পিএম! ফাইনালের অতিথি তালিকায় আর কারা আছেন?

Last Updated:

Cricket world Cup 2023: বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূতও উপস্থিত থাকতে পারেন এই খেলা দেখতে

মোদি, শাহ সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি পিএম
মোদি, শাহ সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি পিএম
আহমেদাবাদ: রবিবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখতে ভারতে আসছেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী রিচার্ড মারলেস। স্টেডিয়ামে খেলা দেখতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এর বাইরেও অতিথি তালিকায় বিরাট চমক রয়েছে। ভারত এবং বিদেশের প্রাক্তন ক্রিকেটাররাও খেলা দেখতে আসতে পারেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূতও উপস্থিত থাকতে পারেন এই খেলা দেখতে।
ভিভিআইপি অতিথি তালিকায় রয়েছেন অনুরাগ ঠাকুর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অনুরাগ ঠাকুর, সিঙ্গাপুরের এইচএম, আরবিআই গভর্নর, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, নীতা আম্বানি, সুপ্রিম কোর্ট এবং গুজরাটের হাইকোর্টের বিচারপতিরা, ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত, গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী, মেঘালয়ের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি এবং লক্ষ্মী মিত্তল। ম্যাচ ঘিরে আহমেদাবাদে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জেরে আহমেদাবাদে বিপুল ভিড় বেড়েছে। বিভিন্ন হোটেলে ভাড়া অনেক বেড়ে গিয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফ্লাইটের ভাড়াও। দিল্লি এবং মুম্বাই থেকে আহমেদাবাদগামী ফ্লাইটের টিকিট যদি এতোদিন শেষ মুহূর্তে বুক করা হত, তাহলেও ৮ হাজার থেকে ১০ হাজার টাকায় পাওয়া যেত। কিন্তু এখন বিভিন্ন অনলাইন ট্রাভেল পোর্টাল অনুসারে, ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত, এই বিমান ভাড়া ৩০০ শতাংশ বেড়েছে। এখন ভাড়া ৩১ হাজার থেকে ৪৩ হাজার টাকার মধ্যে।
advertisement
বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, প্রথম ইনিংসের পরে ড্রিঙ্কস ব্রেক চলাকালীন আদিত্য গাদভীকে পারফর্ম করতে দেখা যাবে। প্রথম ইনিংস শেষ হওয়ার পর আধঘণ্টার বিরতিতে সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী, জোনিতা গান্ধী, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাশ সিং এবং তুষার জোশী পারফর্ম করবেন। এর পাশাপাশি বলিউডের বিভিন্ন তারকাও হাজির থাকতে পারেন ম্যাচ দেখতে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cricket world Cup 2023: মোদি, শাহ সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি পিএম! ফাইনালের অতিথি তালিকায় আর কারা আছেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement