IND vs WI : ১১৭ রানে অলআউট ওয়েস্টইন্ডিজ, ফলো অন না করিয়ে ফের ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

Last Updated:

১১৭ রানে অলআউট ওয়েস্টইন্ডিজ, ফলো অন না করিয়ে ফের ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

#কিংস্টন:৮৭ রানে ৭ উইকেট এই অবস্থায় দ্বিতীয় দিন শেষ হওয়ার পর তৃতীয় দিনের খেলার ঘন্টা খানেকের মধ্যেই প্যাকআপ হয়ে গেল ওয়েস্টইন্ডিজ ৷ ১১৭ রানে শেষ হল ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস ৷ এদিন শেষ উইকেটগুলি তুলে নিলেন মহম্মদ শামি, রবীন্দ্র ডাজেদা , ইশান্ত শর্মা ৷ শেষবেলায় কর্ণওয়াল ও কেমারোচ ১৪ ও ১৭ করায় ১০০ -র গন্ডি পেরোয় ক্যারিবিয়ান ব্রিগেড ৷ ফলো অন অবশ্য ওয়েস্টইন্ডিজকে করায়নি ভারতীয় দল ৷ তারা দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমেছে ৷
দ্বিতীয় দিনে দুরন্ত ভারতীয় দল , ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ব্যাট -বল হাতে দাপট টিম ইন্ডিয়ার ৷ তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়লেন জসপ্রীত বুমরাহ ৷ একাই নিয়ে নিলেন ৬ উইকেট ৷ আর এরই সুবাদে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্টইন্ডিজের স্কোর ৭ উইকেটে ৮৭ রান ৷
এদিকে এর আগে এদিন ব্যাট হাতে ভারতীয় দলের হয়ে হনুমা বিহারী শতরান করে ফেলেন ৷ ২২৫ বলে ১১১ রান করেন হনুমা ৷ তাঁর ইনিংস এদিন সাজানো ১৬ টি চার দিয়ে ৷ এছাড়াও তাঁকে শেষবেলায় দারুণ সঙ্গত করেন ইশান্ত শর্মা ৷ তিনি ৮০ বলে ৫৭ রান করেন ৷ মূলত এঁদের দারুণ ব্যাটিংয়ের সুবাদেই ৪১৬ রান করে টিম ইন্ডিয়া ৷
advertisement
advertisement
এদিকে ভারতের এই বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ক্যারিবিয়ান ব্রিগেড ৷ মাত্র ৩৩ ওভার খেলেই ৭ উইকেটে ৮৭ রান করেছে তারা ৷ এদের ক্যারিবিয়ান ব্রিগেডের সফলতম ইনিংস খেলেছেন হেটমেয়ার ৷ তিনি ৩৪ রান করে মহম্মদ শামির শিকার ৷
advertisement
এদিন জসপ্রীত বুমরাহ ৬ টি উইকেট নেন ৷ ৯.১ ওভারে ১৬ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি ৷ এদিন বুমরাহের  হ্যাটট্রিকের শিকার ড্যারেন ব্র্যাভো, শামরাহ ব্রুকস, রস্টন চেজ ৷ এর আগে ইরফান পাঠান ও হরভজন সিং দুই ভারতীয় বোলার যারা হ্যাটট্রিক করেছেন টেস্টে ৷
advertisement
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI : ১১৭ রানে অলআউট ওয়েস্টইন্ডিজ, ফলো অন না করিয়ে ফের ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement