Ind vs WI : জাডেজার আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে না খুশ কোহলি, মাঠেই রেগে কাঁই, দেখুন ভিডিও

Last Updated:

রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি...

#চেন্নাই : নিজের আবেগ কখনই বিশেষ রাখঢাক করেন না বিরাট কোহলি ৷ কোনও কিছু নিজের পছন্দের হলে সর্বসমক্ষে যেমন সেই অভিব্যক্তি ফুটিয়ে তোলেন, ঠিক তেমনিই কোনও কিছু না পসন্দ হলে সেটাও একেবারে রাখঢাক না রেখেই জানিয়ে দেন তিনি ৷ মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই শেষ কথা আর সেই সিদ্ধান্ত নিয়ে নিজের রাগ প্রকাশ করলে তা অপরাধ হিসেবে গণ্য হয় ৷ এরপরেও বিরাট কোহলি বেজায় ক্ষোভ ফুটিয়ে তুললেন ভারত বনাম ওয়েস্টইন্ডিজের প্রথম একদিনের ম্যাচ চলাকালীন ৷ রবিবার চেন্নাইতে ম্যাচে ভারতের ইনিংস তখন প্রায় শেষের পথে৷ ম্যাচের ৪৮ তম ওভারে রবীন্দ্র জাডেজা একটি রান নেওয়ার চেষ্টা করছিলেন ৷ তখন ফুল লেংথে রস্টন চেজ একটি বল ছুঁড়ে স্টাম্প নড়িয়ে দেন ৷
মাঠে থাকা আম্পায়ররা সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়রের দ্বারস্থ হন ৷ স্ক্রিনে রিপ্লে দেখে চেজ আউটের জন্য আবেদন করেছিলেন ৷ ২১ রানে জাডেজাকে আউট হতে হয় তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে ৷ আর সিদ্ধান্তেই বেজায় চটে যান বিরাট কোহলি ৷ রেগে মেগে মাঠের সাইডলাইন থেকে ভিতরে চলে যান তিনি ৷
advertisement
advertisement
এদিকে ওয়েস্টইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ৷  প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৭ রান করে ভারত ৷ দলের হয়ে দুই তরুণ ব্যাট শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ ৭০ ও ৭১ রান করেন ৷
advertisement
এদিন কেএল রাহুল , বিরাট কোহলি, রোহিত শর্মা ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন এই দুই তরুণ ৷ ৮৮ বলে ৭০ করেন শ্রেয়স ও ৬৯ বলে ৭১ রান করেন পন্থ ৷ বেশ কিছু ধরেই পন্থের ফর্ম স্ক্যানারের নিচে ৷ ফলে এই ইনিংস নিঃসন্দেহে তাঁর মনোবল অনেকটা বাড়াবে ৷ এছাড়াও মিডল অর্ডারে নেমে ৩৫ বলে ৪০ রানের ধামাকা  ইনিংস খেলেন কেদার যাদব৷ মূলত এঁদের ব্যাটে ভর দিয়েই ২৮৭ রান করে ভারত ৷ কারণ এদিন রোহিত ৩৬ করলেনও রাহুল ৬ ও কোহলি ৪ রান করেন ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI : জাডেজার আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে না খুশ কোহলি, মাঠেই রেগে কাঁই, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement