#Viral: হিট বলিউডি গানে তুমুল নাচ শিখর ধাওয়ানের, নিজেই শেয়ার করলেন ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এমনিতেই তিনি বিন্দাস, এবার তাঁর ধামাল নাচে মজে নেটিজেনরা
#নয়াদিল্লি: এই মুহূর্তে ক্রিকেটে নেই শিখর ধাওয়ান ৷ তিনি হাঁটুর চোট সারানোর পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছেন ৷ ক্রিকেট থেকে দূরে থাকলেও বিন্দাস থাকা বন্ধ করেননি ‘গব্বর সিং’ ৷ একদল খুদের সঙ্গে বলিউডি গানে ধামাল নাচে ব্যস্ত শিখর ধাওয়ান ৷ নিজের ভিডিও-র ট্যাগলাইনটিও দারুণ লিখেছেন , ‘There's always a child inside you. I loved spreading happiness to the world and it was lovely to see these kids dancing and expressing themselves by bringing out their inner beauty .’ অর্থাৎ ‘সবসময়েই আমাদের মধ্যে একজন শিশু থাকে, আর এদের নাচতে দেখে দারুণ ভালো লাগে ৷ মানুষের মধ্যে যে সৌন্দর্য্য থাকে সেটাই এখানে দেখা যাচ্ছে ৷ ’
একদল ছোটদের সঙ্গে ধাওয়ান যখন নাচছেন তাতে না আছে কোনও তারকা এলিমেন্ট না আছে কোনও স্টারডামে মিথ্যা ভরং৷ শিশুদের মধ্যে যে নিষ্পাপ আনন্দের জোয়ার আছে , যে বিশাল শক্তি রয়েছে তা ভাগ করে নিচ্ছেন শিখর ধাওয়ান ৷ আর ধাওয়ানের এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে জনপ্রিয়তা পাচ্ছে ৷
advertisement
advertisement
advertisement
ধাওয়ান ভিডিওটা পোস্ট করার দু ঘন্টার মধ্যেই ৭৫ হাজারের বেশি ভিউ হয়ে গেছে ৷ ফ্যানরা দারুণভাবে আনন্দ পেয়েছেন এই ভিডিও দেখে, আর সেখানেই তাঁরা কমেন্টবিভাগে হৃদয় ছুঁয়ে যাওয়া ইমোজি দিয়েছেন ৷ হাঁটুর চোটের কারণে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে ছিলেন না শিখর ধাওয়ান ৷ বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি সিরিজে তিনি শেষবার খেলেছেন ৷
advertisement
২০১০ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় শিখর ধাওয়ান ৷ ভারতীয় দলে এখন তিনি অন্যতম প্রধান ক্রিকেটার ৷ আইসিসি টুর্নামেন্টেও দারুণ ছন্দে পাওয়া যায় ভারতীয় ক্রিকেটের এই ধামাকা ওপেনারকে ৷
advertisement
ভারতের হয়ে ৩৪ টি টেস্ট ও ১৩৩ টি একদিনের ক্রিকেট খেলেছে , খেলেছেন ৫৮ টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি ৷ টেস্টে তাঁর রান ২৩১৫, একদিনের ক্রিকেটে ৫৫১৮, ও টি টোয়েন্টিতে ১৫০৪ ৷ একদিনের ক্রিকেটে ধাওয়ানের গড় ৪৪.৫০ ৷
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2019 5:07 PM IST