#মুম্বই :সচিন ৪৭- সারা পৃথিবীর থেকে শুভেচ্ছায় ভাসছেন মাস্টারব্লাস্টার ৷ এদিকে কোভিডের করাল ছায়ায় এই মুহূর্তে সারা পৃথিবীর ওপর আর তাই সেটা কাটানোর জন্য প্রথম সারিতে থেকে যাঁরা লড়াই করছেন তাঁদের সম্মান জানাতেই এবার বার্থডে সেলিব্রেট করেছেন না সচিন ৷
আর সচিনের এই অভিনব ভাবনাকে সম্মান জানিয়ে মুম্বই পুলিশও এক অভিনব ভিডিওতে তাঁকে শুভেচ্ছা জানাল ৷ ভিডিওতে দেখা যাচ্ছে ফাঁকা স্টেডিয়াম , তারপর সচিনের একটি ছবি আসছে আর সেখানে লেখা, ইভেন দ্য বার্থডে , দ্য বউ ইজ নট আউট দিজ ডেস৷
এই বার্তায় আসলে সচিন নটআউট বোঝানোর চেয়েও এটাই বোঝাতে চাওয়া হয়েছে দেশ জোড়া লকডাউন মেনে চলতে বার্থডে বয়ও রাস্তায় বেরোননি ৷ দেখে নিন সেই ভিডিও বার্তা ৷
Sach, it’s safest to stay IN! #InNotOut #HappyBirthdaySachinTendulkar #StayHome @sachin_rt pic.twitter.com/1RmpyfFRm5
— Mumbai Police (@MumbaiPolice) April 24, 2020
সচিন তেন্ডুলকর যাঁকে ভক্তরা ভগবান নামে ডাকেন শুক্রবার তিনি ৪৭ হলেন ৷ ক্রিকেট বইয়ে বিভিন্ন পুরোন পরিসংখ্যান যিনি ভেঙেচুরে একের পর এক মাইলস্টোন তৈরি করে ক্রিকেটের সংজ্ঞাও বদলে দিয়েছেন ৷
তবে এবার কোনও জন্মদিন সেলিব্রেট করবেন না সিদ্ধান্ত নিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ মারণ এই ভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইনে থেকে লড়াই করছে যাঁরা তাঁদের লড়াইকে সম্মান জানাতেই এই ধরণের সিদ্ধান্ত নিয়েছেন মাস্টারব্লাস্টার ৷
সর্বভারতীয় সংবাদ সংস্থার মত অনুযায়ি , ‘সচিন স্থির করেছেন এটা সেলিব্রিশনের সময় নয়, তিনি মনে করেছেন এটাই চিকিৎসক, নার্স, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের, পুলিশকর্মী , সামরিককর্মী যাঁরা লড়াই করেছেন ৷ ’
তেন্ডুলকর ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেছেন ৷ তাছাড়াও বিভিন্ন রকমের ত্রাণকার্যেও টাকা দিয়েছেন ৷নিজের ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি যেভাবে ফ্যানদের মন জিতে নিয়েছেন ৷ তাঁর এতটাই জাদু যে অনেক সময়েই ফ্যানরা তাঁর খেলায় তিনি আউট হয়েছেন আর টেলিভিশন অফ করে দিয়েছেন দর্শকরা এরকমই হত ৷ যখন সচিন আউট হতেন তখন দর্শকরা তাদের নখ কামড়াতেন ও সিট খামচিয়ে ধরতেন ৷
সচিন তেন্ডুলকর ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রেখেছিলেন ৷ পাকিস্তানের বিরুদ্ধে খেলা দিয়ে অভিষেক ঘটেছিল এই ক্রিকেটারের ৷ তাঁর একের পর রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স তাঁকে আস্তে আস্তে এতটাই উঁচুতে নিয়ে গিয়েছিল যে ডন ব্র্যাডম্যানের সঙ্গেও তুলনা শুরু হয়েছিল ৷
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটের একদিনের ক্রিকেটকেও বিদায় জানান ডিসেম্বর মাসে ৷ ২০১৩ সালে র অক্টোবরে শেষ টি টোয়েন্টি খেলেছিলেন ৷ আর সব ধরণের ক্রিকেট থেকে ২০০ তম ও ফাইনাল টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ সেই দিনটা ছিল ১৩ নভেম্বর ২০১৩ ৷
তেন্ডুলকর ও পরিসংখ্যান
------------------------------------
সচিন নিজের কেরিয়ার শেষ করেছিলেন আন্তর্জাতিক কেরিয়ারে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে ৷ সবরকমের ফর্ম্যাট মিলিয়ে তাঁর মোট রান ৩৪,৩৫৭ ৷ ২০০ টি টেস্টে তিনি করেছিলেন ১৫,৯২১ রান, ৪৬৩ টি একদিনের ম্যাচে করেছিলেন ১৮৪২৬ রান , একটি টি টোয়েন্টিতে করেছিলেন ১০ রান ৷
তেন্ডুলকর প্রথম ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে প্রথম দ্বিশতরান করেছিলেন ৷ ২০১০ এ ২৪ ফেব্রুয়ারি গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই নজির গড়েছিলেন তিনি ৷২০১২ -র ১৬ মার্চ সচিন তেন্ডুলকর প্রথম ক্রিকেটার হিসেবে শতরানের সেঞ্চুরি করেছিলেন তিনি ৷ যে নজির হয়ত বিশ্ব ক্রিকেটে কেউ কোনওদিনই ভাঙতে পারবেন না ৷ এই শততম শতরানের জন্য তেন্ডুলকরকে এক বছর ও ৩৪ ইনিংস অপেক্ষা করতে হয়েছিল ৷ বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে এশিয়া কাপে ১৪৭ বলে ১১৪ রান করে এই নজির ছুঁয়েছিলেন মাস্টারব্লাস্টার ৷
সচিন মোট ৬ টি বিশ্বকাপে খেলেছেন ২০১১ -তে ওয়াংখেড়েতে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত, আর বিশ্বকাপজয়ী দলের সদস্য হন সচিন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, COVID-19, Sachin Tendulkar