এ কেমন বার্থডে শুভেচ্ছা! সচিনের জন্মদিনে মুম্বই পুলিশের শুভেচ্ছার ভিডিও ভাইরাল

Last Updated:

জারা ‘হঠকে’ এই জন্মদিনের শুভেচ্ছা

#মুম্বই :সচিন ৪৭- সারা পৃথিবীর থেকে শুভেচ্ছায় ভাসছেন মাস্টারব্লাস্টার ৷ এদিকে কোভিডের করাল ছায়ায় এই মুহূর্তে সারা পৃথিবীর ওপর আর তাই সেটা কাটানোর জন্য প্রথম সারিতে থেকে যাঁরা লড়াই করছেন তাঁদের সম্মান জানাতেই এবার বার্থডে সেলিব্রেট করেছেন না সচিন ৷
আর সচিনের এই অভিনব ভাবনাকে সম্মান জানিয়ে মুম্বই পুলিশও এক অভিনব ভিডিওতে তাঁকে শুভেচ্ছা জানাল ৷ ভিডিওতে দেখা যাচ্ছে ফাঁকা স্টেডিয়াম , তারপর সচিনের একটি ছবি আসছে আর সেখানে লেখা, ইভেন দ্য বার্থডে , দ্য বউ ইজ নট আউট দিজ ডেস৷
এই বার্তায় আসলে সচিন নটআউট বোঝানোর চেয়েও এটাই বোঝাতে চাওয়া হয়েছে দেশ জোড়া লকডাউন মেনে চলতে বার্থডে বয়ও রাস্তায় বেরোননি ৷ দেখে নিন সেই ভিডিও বার্তা ৷
advertisement
advertisement
সচিন তেন্ডুলকর যাঁকে ভক্তরা ভগবান নামে ডাকেন শুক্রবার তিনি ৪৭ হলেন ৷ ক্রিকেট বইয়ে বিভিন্ন পুরোন পরিসংখ্যান যিনি ভেঙেচুরে একের পর এক মাইলস্টোন তৈরি করে ক্রিকেটের সংজ্ঞাও বদলে দিয়েছেন ৷
advertisement
তবে এবার কোনও জন্মদিন সেলিব্রেট করবেন না সিদ্ধান্ত নিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ মারণ এই ভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইনে থেকে লড়াই করছে যাঁরা তাঁদের লড়াইকে সম্মান জানাতেই এই ধরণের সিদ্ধান্ত নিয়েছেন মাস্টারব্লাস্টার ৷
সর্বভারতীয় সংবাদ সংস্থার মত অনুযায়ি , ‘সচিন স্থির করেছেন এটা সেলিব্রিশনের সময় নয়, তিনি মনে করেছেন এটাই চিকিৎসক, নার্স, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের, পুলিশকর্মী , সামরিককর্মী যাঁরা লড়াই করেছেন ৷ ’
advertisement
তেন্ডুলকর ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেছেন ৷ তাছাড়াও বিভিন্ন রকমের ত্রাণকার্যেও টাকা দিয়েছেন ৷
নিজের ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি যেভাবে ফ্যানদের মন জিতে নিয়েছেন ৷ তাঁর এতটাই জাদু যে অনেক সময়েই ফ্যানরা তাঁর খেলায় তিনি আউট হয়েছেন আর টেলিভিশন অফ করে দিয়েছেন দর্শকরা এরকমই হত ৷ যখন সচিন আউট হতেন তখন দর্শকরা তাদের নখ কামড়াতেন ও সিট খামচিয়ে ধরতেন ৷
advertisement
সচিন তেন্ডুলকর ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রেখেছিলেন ৷ পাকিস্তানের বিরুদ্ধে খেলা দিয়ে অভিষেক ঘটেছিল এই ক্রিকেটারের ৷ তাঁর একের পর রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স তাঁকে আস্তে আস্তে এতটাই উঁচুতে নিয়ে গিয়েছিল যে ডন ব্র্যাডম্যানের সঙ্গেও তুলনা শুরু হয়েছিল ৷
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটের একদিনের ক্রিকেটকেও বিদায় জানান ডিসেম্বর মাসে ৷ ২০১৩ সালে র অক্টোবরে শেষ টি টোয়েন্টি খেলেছিলেন ৷ আর সব ধরণের ক্রিকেট থেকে ২০০ তম ও ফাইনাল টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ সেই দিনটা ছিল ১৩ নভেম্বর ২০১৩ ৷
advertisement
তেন্ডুলকর ও পরিসংখ্যান
------------------------------------
সচিন নিজের কেরিয়ার শেষ করেছিলেন আন্তর্জাতিক কেরিয়ারে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে ৷ সবরকমের ফর্ম্যাট মিলিয়ে তাঁর মোট রান ৩৪,৩৫৭ ৷ ২০০ টি টেস্টে তিনি করেছিলেন ১৫,৯২১ রান, ৪৬৩ টি একদিনের ম্যাচে করেছিলেন ১৮৪২৬ রান , একটি টি টোয়েন্টিতে করেছিলেন ১০ রান ৷
তেন্ডুলকর প্রথম ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে  প্রথম  দ্বিশতরান করেছিলেন ৷ ২০১০ এ ২৪ ফেব্রুয়ারি গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই নজির গড়েছিলেন তিনি ৷
advertisement
২০১২ -র ১৬ মার্চ সচিন তেন্ডুলকর প্রথম ক্রিকেটার হিসেবে শতরানের সেঞ্চুরি করেছিলেন তিনি ৷ যে নজির হয়ত বিশ্ব ক্রিকেটে কেউ কোনওদিনই ভাঙতে পারবেন না ৷ এই শততম শতরানের জন্য তেন্ডুলকরকে এক বছর ও ৩৪ ইনিংস অপেক্ষা করতে হয়েছিল ৷ বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে এশিয়া কাপে ১৪৭ বলে ১১৪ রান করে এই নজির ছুঁয়েছিলেন মাস্টারব্লাস্টার ৷
সচিন মোট ৬ টি বিশ্বকাপে খেলেছেন ২০১১ -তে ওয়াংখেড়েতে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত, আর বিশ্বকাপজয়ী দলের সদস্য হন সচিন ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এ কেমন বার্থডে শুভেচ্ছা! সচিনের জন্মদিনে মুম্বই পুলিশের শুভেচ্ছার ভিডিও ভাইরাল
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement