#ওভাল: মইন আলির (Moeen Ali ) ডেলিভারিকে টসড আপ করলেন রোহিত শর্মা ( Rohit Sharma ) - আর বিদেশের মাটিতে নিজের প্রথম টেস্ট শতরানের মালিক হলেন হিটম্যান৷ ইংল্যান্ডের মাটিতে ফের একবার নিজের জাত প্রমাণ করলেন ভারতীয় ওপেনার৷ যে মাটিতে টেস্ট ওপেন করা বিশেষ ভাবে কঠিন সেখানেই এই কৃতিত্ব প্রমাণ করল রোহিত শর্মা কতটা ক্লাসিক ব্যাটসম্যান আর যেকোনও বিরূপ পরিস্থিতি সামলাতে পারেন অনায়াস দক্ষতায়৷
রোহিত শর্মা নিজের প্রথম টেস্ট শতরান করেছিলেন ২০১৩ তে কলকাতায়৷ কিন্তু একাধিকবার টেস্ট দলে ঢোকা ও বেরোনার ফাঁকে ফাঁকে পরের ৬ টি শতরান করেন তিনি কিন্তু এবার এল প্রথম অ্যাওয়ে শতরান৷
First century outside India for the Hitman! 🔥 He gets there with a monster six over long on!
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #RohitSharma pic.twitter.com/4HDSE276Ow — Sony Sports (@SonySportsIndia) September 4, 2021
কোনও একজন ক্রিকেটারের জাত এখনও চেনা হয় টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে৷ তাঁর এই অ্যাওয়ে সেঞ্চুরি চেনাল তাঁর ক্লাস ও টেমাপারামেন্ট৷ ৩৪ বছরের ওপেনার নিজের দ্বিতীয় টেস্ট সিরিজেই হল৷ নিজের সব সমালোচকদের মুখ বন্ধ করিয়ে দিলেন তিনি৷ যাঁরা আর কতদিন রোহিত খেলবেন নিয়ে প্রশ্ন তুলছিলেন৷ তাঁর নিজের ক্লাস ও অসাধারণ ধৈর্য্যের আরও একবার প্রমাণ দিলেন এদিনের ইনিংসে৷ ৯৪ থেকে রাজকীয় ভঙ্গিতে ছক্কা হাঁকিয়ে একেবারে বাজিমাত করে দেন৷
এদিকে রোহিতের এই পারফরম্যান্সে দারুণ খুশি তাঁর স্ত্রী রিতিকা সজদে৷ পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলি নিজের স্বভাবসিদ্ধ আনন্দপ্রকাশের একেবারে মুঠি করে লাফিয়ে ওঠেন ড্রেসিং রুমে৷
আসলে সবসময়েই রোহিত ও বিরাটের মাঠের বাইরের সম্পর্ক মধুর নয় নিয়ে একটা গুঞ্জন চলে আর এটার জন্যেই রোহিত যখন মাঠে ছক্কা হাঁকিয়ে শতরান করছেন তখন বিরাট কী করছেন সেটা সকলের নজরে থাকে৷ এবারেও তাই ছিল, তবে বিরাট এক দারুণ অধিনায়ক ও খুবই ভালো টিমম্যান তাই তাঁর সেলিব্রেশনও ছিল ধামাকাদার৷
ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) মধ্যে ওভালে হচ্ছে চতুর্থ টেস্ট চলছে৷ ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma), কেএল রাহুল (KL Rahul) আর চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) চমৎকার ব্যাটিং পারফরম্যান্স দিয়েছেন৷ তিন ক্রিকেটারের দাপুটে ব্যাটিং ভারতীয় ফ্যানরা খুশি৷ রোহিত ১২৭ রান করেছেন৷ রাহুল ৪৭ রান ও চেতেশ্বর পূজারা ৬১ রান করেছেন৷ এই ত্রয়ীর ব্যাটিং পারফরম্যান্সের জেরেই তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ভারত ৩ উইকেটে ২৭০ রান করেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind vs Eng, Rohit Sharma, Virat Kohli