‘রেগে আগুন তেলে বেগুন’ - বিরাটকে ‘ব্যাঁকা’ প্রশ্ন সাংবাদিকের, তারপর যা হল...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শোনালেন চাঁচাছোলা কথা
#ক্রাইস্টচার্চ: এমনিতেই বিরাট কোহলি আবেগপ্রবণ, মাঠের মধ্যে সাফল্যের উচ্ছ্বাস যেমন তীব্র ভাবে ব্যক্ত করেন, ঠিক তেমনিই ব্যক্তিগত জীবনের আনন্দও সবার সামনে তুলে ধরতে কখনও পিছপা হন না বিরাট ৷ তবে নিউজিল্যান্ডে হঠাৎই ভারতের সফরটা মধুর না হওয়ার পর যা করলেন বিরাট তাতে অবাক সকলে ৷
বিরাট কোহলিকে সাংবাদিক প্রশ্ন করায় একেবারে রেগে অগ্নিশর্মা বিরাট কোহলি ৷ ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচে সাত উইকেটে হারে ৷ এরপর সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ক্যাপ্টেন কোহলি ৷ তিনি মেনে নেন নিউজিল্যান্ড ভারতীয় দলকে সববিভাগে পর্যদুস্ত করেই টেস্ট সিরিজ নিজেদের পকেটে পুরেছে ৷ তবে যখন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন , ‘বিরাট কোহল মাঠে যেরকম ব্যবহার করে সেটা কী ভারতীয় অধিনায়কোচিত?’ ব্যাস আর দেখে কে ৷
advertisement
advertisement
আসলে বিরাট কোহলি নিউজুিল্যান্ডের কেন উইলিয়ামসনের আউটের পর তাঁকে বিশেষ অ্যানিমেটেড মুখভঙ্গি করেছিলেন ৷ কেন ও বিরাটের টক্কর আসলে অনেক ছোট থেকে আর সেই শত্রুতার সূত্র ধরেই বিরাট একটু বেশিই উত্তেজিত ছিলেন ৷ সেসময় মাঠে উপস্থিত সমর্থকদের দিকেও অশ্লীল আচরণ করেছিলেন বিরাট এটাও ছিল অভিযোগ ৷
আরও পড়ুন - সিঁথিতে সিঁদুর দেওয়ার পরেই সদ্য বিবাহিতা স্ত্রী-র ভুল ধরিয়ে দিলেন ‘এই’ ক্রিকেটার, হলেন ভাইরাল
advertisement
সাংবাদিক নিজের প্রশ্নে জিজ্ঞাসা করেছিলেন, ‘ গতকাল মাঠে আপনি যে ব্যবহার করেছিলেন সেটা নিয়ে আপনি কী বলবেন বিরাট ৷ কেন উইলিয়ামসন আউট হওয়ার পর বা নিউজিল্যান্ডের দর্শকদের দিকে যেটা আপনি করেছিলেন, আপনার কী মনে হয়না ভারতীয় অধিনায়ক হিসেবে মাঠে এর থেকে ভালো কোনও উদাহরণ আপনার দেওয়া উচিত ৷ ’
এর উত্তরে দারুণ রেগে বিরাট বলেন, ‘আপনি কী মনে করেন ৷ ’ এছাড়াও তিনি আরও বলেন, ‘ ঠিক কী হয়েছিল সেটা খুঁজে দেখা প্রয়োজন তারপর একটা ভালো প্রশ্ন নিয়ে আসুন ৷ আপনি একটা অর্ধেক জিনিস জেনে,অর্ধেক প্রশ্ন নিয়ে চলে আসতে পারেন না ৷ আর আপনি যদি বিতর্ক তৈরি করতে চান তাহলে এটা একদম সঠিক জায়গা নয় ৷ আমি ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছি ৷ তাঁরা জানিয়েছেন এটাতে কোনও ইস্যু নেই ৷ ’
advertisement
নিউজিল্যান্ডের স্বভাবসিদ্ধ সবুজ উইকেটে ভারত দুটি টেস্টের চার ইনিংসে যথাক্রমে ১৬৫, ১৯১, এবং ২৪২ ও ১২৪ রান করেছে ৷ আর অধিনায়ক বিরাট কোহলি চারটি ইনিংসে যথাক্রমে ২,১৯, ৩ আর ১৪ করেছেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2020 1:32 PM IST