#Lockdown: মারণ রোগকে রুখতে ‘বিরাট’ বার্তা কোহলির, শুনে নিন ভিডিও বার্তা

Last Updated:

ভীষণ সিরিয়াস বিরাট, শুনুন তারকার ভিডিও বার্তা

#মুম্বই:করাল করোনার আতঙ্কে গোটা বিশ্বে থরহরি কম্প৷ কী ভাবে নিজে বাঁচবেন, কীভাবে নিজের পরিবার ও সমাজকে বাঁচাবেন সব নিয়ে যখন ভাবনার অন্ত নেই, তখন বিরাট কোহলির বিশেষ বার্তা ৷সারা দেশে এখন ২১ দিনের লকডাউন চলছে ৷ এই অবস্থাতেও মানুষ কথা শুনছেন ৷ করোনার বিরুদ্ধে এই লড়াই বুঝতেই পারছে না ৷ এই আক্ষেপ থেকে নিজে যথেষ্ট কড়া ভাবে বুঝিয়ে দিলেন ভারত অধিনায়ক ৷
নিজের ভিডিওতে প্রথমেই তিনি জানিয়েছেন তিনি আজ কথা বলতে এসেছেন ভারতের ক্রিকেটার নয়, ভারতীয় হিসেবে৷ তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে লড়াই চলছে তাতে কোনও ঢিলেমির জায়গা নেই, কারণ বিপদ পৌঁছে গেছে চরম সীমায় ৷ তাই সরকার যা বলছে তা পুরোপুরি মেনে চলতে বলছেন বিরাট কোহলি৷
শুনে নিন সেই ভিডিও বার্তা
advertisement
advertisement
এর আগে স্বামী-স্ত্রী ঘরেই রয়েছেন৷ আপাতত সব ধরণের ক্রিকেট ম্যাচ বন্ধ তাই বাড়িতে বিরাট কোহলি৷ শ্যুটিং বন্ধ, তাই বাড়িতে রয়েছেন অনুষ্কা৷ দু’জনেই রয়েছেন একসঙ্গে৷ ঘরবন্দি রয়েছেন বিরাট-অনুষ্কা৷ এবার সতর্কতার পাঠ দিলেন এই দুই তারকা৷ বিরাট ও অনুষ্কা বললেন যে সকলকে সুরক্ষিত থাকতে৷ তারা বলছেন যে বাড়িতেই সময় কাটাতে৷ কারণ বাড়িই এই মুহূর্তে সব থেকে বেশি সুরক্ষিত৷
advertisement
কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশবাসী৷ প্রধানমন্ত্রী নিজে সকলের কাছে আর্জি রেখেছেন খুব প্রয়োজন না হলে ঘর থেকে না বেরতে৷ কারণ এই মারণ ভাইরাস খুবই ছোঁয়াচে৷ যার জেরে দ্রুত এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে৷ রাজনীতিক থেকে তারকা সকলে এই রোগ নিয়ে প্রচার চালাচ্ছেন এবং বাড়িতে থাকতে অনুরোধ করছেন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#Lockdown: মারণ রোগকে রুখতে ‘বিরাট’ বার্তা কোহলির, শুনে নিন ভিডিও বার্তা
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement