#Lockdown: মারণ রোগকে রুখতে ‘বিরাট’ বার্তা কোহলির, শুনে নিন ভিডিও বার্তা

Last Updated:

ভীষণ সিরিয়াস বিরাট, শুনুন তারকার ভিডিও বার্তা

#মুম্বই:করাল করোনার আতঙ্কে গোটা বিশ্বে থরহরি কম্প৷ কী ভাবে নিজে বাঁচবেন, কীভাবে নিজের পরিবার ও সমাজকে বাঁচাবেন সব নিয়ে যখন ভাবনার অন্ত নেই, তখন বিরাট কোহলির বিশেষ বার্তা ৷সারা দেশে এখন ২১ দিনের লকডাউন চলছে ৷ এই অবস্থাতেও মানুষ কথা শুনছেন ৷ করোনার বিরুদ্ধে এই লড়াই বুঝতেই পারছে না ৷ এই আক্ষেপ থেকে নিজে যথেষ্ট কড়া ভাবে বুঝিয়ে দিলেন ভারত অধিনায়ক ৷
নিজের ভিডিওতে প্রথমেই তিনি জানিয়েছেন তিনি আজ কথা বলতে এসেছেন ভারতের ক্রিকেটার নয়, ভারতীয় হিসেবে৷ তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে লড়াই চলছে তাতে কোনও ঢিলেমির জায়গা নেই, কারণ বিপদ পৌঁছে গেছে চরম সীমায় ৷ তাই সরকার যা বলছে তা পুরোপুরি মেনে চলতে বলছেন বিরাট কোহলি৷
শুনে নিন সেই ভিডিও বার্তা
advertisement
advertisement
এর আগে স্বামী-স্ত্রী ঘরেই রয়েছেন৷ আপাতত সব ধরণের ক্রিকেট ম্যাচ বন্ধ তাই বাড়িতে বিরাট কোহলি৷ শ্যুটিং বন্ধ, তাই বাড়িতে রয়েছেন অনুষ্কা৷ দু’জনেই রয়েছেন একসঙ্গে৷ ঘরবন্দি রয়েছেন বিরাট-অনুষ্কা৷ এবার সতর্কতার পাঠ দিলেন এই দুই তারকা৷ বিরাট ও অনুষ্কা বললেন যে সকলকে সুরক্ষিত থাকতে৷ তারা বলছেন যে বাড়িতেই সময় কাটাতে৷ কারণ বাড়িই এই মুহূর্তে সব থেকে বেশি সুরক্ষিত৷
advertisement
কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশবাসী৷ প্রধানমন্ত্রী নিজে সকলের কাছে আর্জি রেখেছেন খুব প্রয়োজন না হলে ঘর থেকে না বেরতে৷ কারণ এই মারণ ভাইরাস খুবই ছোঁয়াচে৷ যার জেরে দ্রুত এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে৷ রাজনীতিক থেকে তারকা সকলে এই রোগ নিয়ে প্রচার চালাচ্ছেন এবং বাড়িতে থাকতে অনুরোধ করছেন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#Lockdown: মারণ রোগকে রুখতে ‘বিরাট’ বার্তা কোহলির, শুনে নিন ভিডিও বার্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে নিম্নচাপ ! উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি, দক্ষিণবঙ্গে আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন
সাগরে নিম্নচাপ ! উত্তরের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি, দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া?
  • সাগরে নিম্নচাপ !

  • উত্তরের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement