Cricket Tournament: স্কুলে পরীক্ষার মধ্যেই খেলা, আর তাতেই বাজিমাত ছাত্রদের

Last Updated:

Cricket Tournament: কৃষ্ণনগর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়েছিল চাকদহ রামলাল অ্যাকাডেমির

+
চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন এর বোর্ড সঙ্গে নিয়ে কৃতি ছাত্ররা

নদিয়া: পরীক্ষার মধ্যেই খেলা। বিদ্যালয়ের বিশেষ সহযোগিতায় অংশগ্রহণ আর তাতেই জেলা চ্যাম্পিয়ন হল শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়।সিএবি-র অনূর্ধ্ব ১৫ আন্তঃবিদ্যালয় পর্যায়ের জেলা স্তরের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল নদিয়ার এই স্কুল।
কৃষ্ণনগর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়েছিল চাকদহ রামলাল অ্যাকাডেমির। বিদ্যালয়ের পক্ষ থেকে খেলার তত্ত্বাবধানে ছিলেন শিক্ষকেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকদেব কুন্ডু এবং অ্যাকাডেমিক কাউন্সিলের সেক্রেটারি প্রকাশ চন্দ্র দে ছাত্রদের এই জয়ে অভিভূত।
advertisement
advertisement
জানা গিয়েছে, শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে নবম এবং দশম শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। তারই মধ্যে টুর্নামেন্টের ফাইনালে নেমে বাজিমাত করল পড়ুয়ারা। এর জন্য স্কুলের পক্ষ থেকে টিমে সুযোগ পড়ুয়াদের বিশেষ ছাড় দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন উদয় আদিত্য পাল জানায়, প্রতিপক্ষ হিসাবে অন্যান্য বিদ্যালয়ের ছাত্ররা যথেষ্ট ভাল খেলেছে। তবে তাদের কোচ এবং শিক্ষকদের সহযোগিতায় তারাও যোগ্যতা প্রমাণ করতে পেরেছে।
advertisement
অন্যদিকে কোচ দেবব্রত বিশ্বাস জানান চলতি চারটি খেলায় পারফরম্যান্স দেখে মনে হয়েছে আগামী দিনে রাজ্যস্তরের খেলাতেও তারা দৃষ্টান্ত স্থাপন করবে। অ্যাকাডেমিক কাউন্সিলের সেক্রেটারি শিক্ষক প্রকাশ দে জানান, পড়াশোনা এবং খেলাধুলা একে অন্যের পরিপূরক।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cricket Tournament: স্কুলে পরীক্ষার মধ্যেই খেলা, আর তাতেই বাজিমাত ছাত্রদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement